পরের চ্যাপ্টার আগের চ্যাপ্টার

কবিতার প্রেম-শেষঅংশ (প্রিমিয়াম)

২৫ জুন ২০২৪

ARIFUL ISLAM BHUIYAN

হতাশা ছাড়য়িে সযতন,ে
নতুন গতি সঞ্চার,ে
নর্ভিুল পথচলাত,ে
সচল গততি।ে
সাথী হয়ে তুমি রব,ে
একান্তই নীরব।ে
সুখ-দুঃখ, হাস-িকান্না,
বচিত্রি ঘটনার আনাগোনা,
সময়রে কাঁধে চড়,ে
স্মৃতরিা ডানা মলে,ে
কভু ঘুরে ফরিে চোখে মুখ,ে
অবশষেে বন্দী হয়,ে
জীবনরে পান্ডুলপিতি।ে
ভালো লাগা হত,ে
ভালোবাসা কব,ে
আর্কষণ হতে পর,ে
অবরিাম নত্যিসঙ্গী।
ভালোবাসো, ভালোবাস,ি
তাই এতো কাছাকাছ,ি
জীবনরে সব গল্প,
বস্তির, কভু অল্প-স্বল্প,
তোমাতইে বলাবল,ি
শব্দরে রংতুলতি,ে
ছন্দরে অলংকার,ে
সাজাবো থরে থর।ে
কাঁচা হাত,ে
সুন্দর মন,ে
রাঙাতে বশ্বিক,ে
অজস্র রঙধনু,
জমা কর,ে
বচৈত্র্যিরে সমারোহ বয়,ে
তোমার সাথী হয়।ে

আরফি শামছ্
১৭-০১-২০২১ ঈসায়ী সাল
বনানী,
ঢাকা।

এটি একটি প্রিমিয়াম পোস্ট। পুরোটা পড়তে অনুগ্রহ করে পোস্টটি কেনার মাধ্যমে লেখককে সাপোর্ট করুন।

লেখক সম্পর্কে

পরিচয়ঃ নাম: আরিফুল ইসলাম ভূঁইয়া|লেখালেখি: আরিফ শামছ্|পিতা: বিশিষ্ট সমাজ ও সাহিত্যসেবক,কবি ক্বারী আলহাজ্ব শামছুল ইসলাম ভূঁইয়া (রাহঃ)।সহকারি প্রকৌশলী,বাংলাদেশ তার ও টেলিফোন (বি.টি এন্ড টি- বি.টি.সি. এল)।মাতা: মোয়াল্লিমা হালীমা সাদীয়া ভূঁইয়া। জন্ম ও শিক্ষা: চট্রগ্রাম বিভাগের তিতাসবিধৌত,সাহিত্য-সংস্কৃতির উর্বরভূমি,ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর থানার ভাদুঘর গ্রামের ভূ্ঁইয়া পাড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ৪ঠা মে,১৯৭৯ সালে জন্ম গ্রহণ করেন।পেশা:মদীনা,প্রবাসী। পড়াশোনা: প্রাথমিক বিদ্যালয় থেকে বরাবরই ফার্ষ্ট বয় ছিলেন।হাবলা আদর্শ উচ্চ বিদ্যালয় হতে ১৯৯৫ সালে কৃতিত্বের সাথে ১ম বিভাগে পাশ করেন।১৯৯৭ সালে ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন।২০০১ সালে,বি.এস.এস (সন্মান-অর্থনীতি), ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ,২০০৩ সালে, এম.এস.এস (অর্থনীতি),সরকারি তিতুমীর কলেজ,ঢাকা।বি.এড. বাংলাদেশ টিচার্স ট্রেইনিং কলেজ,ঢাকা (জাতীঃবিঃ),এম.এড (ঢাকা বিশ্ববিদ্যালয়)।ঠিকানা:ফখরে বাঙ্গাল নিবাস,ভূঁইয়া পাড়া,বাড়ী# ১২৩৪,ওয়ার্ড# ১২, গ্রাম:ভাদুঘর,পোষ্ট:ভাদুঘর।থানা:সদর,জিলা:বি.বাড়ীয়া-৩৪০০।
ARIFUL ISLAM BHUIYAN ARIFUL ISLAM BHUIYAN +966566756176