Posts

পোস্ট

পোস্ট পড়ে কেউ আবার Sexy হইয়া যাবেন না।

July 2, 2024

Madhab Debnath

বাসে বসে আছি সামনের সিটে এক তরুন প্রেমিক-প্রেমিকা জুটি বসে আছে।

ছেলে ওর গার্লফ্রেন্ডকে বারবার বলছে...

“বাবু তোমাকে আজ অনেক সেক্সি লাগছে!”

হঠাৎ আজ এমন এত সেক্সি লাগতেসে কেন?? কি হলো হঠাৎ করে?? আজ কি হল তোমার??

এই সব লুতুপুতু টাইপের তেল লাগানো কথা অনবরত বলছেই। ছেলেটা এমন ভাবে বলতেছে যেন ক্যাটরিনা কাইফকে পটাই ফেলসে।

এইসব কথা শুনে আমার পাশে বসা আংকেল আমাকে জিজ্ঞাস করলো..

"এই যে বাবা ঐ ছেলে যে বারবার পাশের মেয়েটাকে সেক্সি লাগছে, সেক্সি লাগছে বলছে, এই সেক্সি মানে কি??

আমি তো পড়লাম মহা বিপদে!

আসল অর্থ বললে আংকেল যদি খারাপ ভাবে আমাকে?? আর আমি তো ভালো ছেলে তাই ভালো ছেলের মতো বললাম, আংকেল "সেক্সি" মানে হল অসুস্থ।

একটুপর এক মহিলা বাসে মাথা ঘুরিয়ে পড়ে যায়।

সেই আংকেল সাথে সাথে চিল্লাইয়া বলতেসে..

"এত বেশি সেক্সি হইলে বাসে উঠার কি দরকার, বাসায় থাকলেই চলতো!

ওনাকে বাসে ওঠার সময়ই দেখলাম সেক্সি লাগতেসে অনেক।

এইসব সেক্সি মেয়েগুলা এভাবে বের হবে আর রাস্তা ঘাটে গুরুতর সেক্সি হয়ে মানুষকেও ঝামেলায় ফেলবে!

বিঃদ্রঃ: পোস্ট পড়ে কেউ আবার Sexy হইয়া যাবেন না।

Comments

    Please login to post comment. Login