Posts

বাংলা সাহিত্য

শঙ্খবীণা (৬)

July 3, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

২৬ 

এসেছিলাম পৃথিবীতে 

         পৃথিবীর মন জয় করতে, 

মানুষের জীবন হবে একটা 

         বিশ্বে দৃষ্টান্ত থাকবে এতটা; 

আফসোস রইল যত যেতে যেতে—

                  পৃথিবী দূরে থাক 

নিজের উঠোনের যতনের ঘাস 

         আপন করে পারলাম না যেতে। 

এসেছিলাম পৃথিবীতে 

         পৃথিবীর মন জয় করতে॥ 

আমার ধারণাই ভুল 

         জুয়ারির মতো আশাকুল, 

আজ নাহয় কাল জিততে পারি 

         সেই সুদিন আর এলো না ফিরি; 

আশালতা বাড়ে শুধু আশার মধ্যে—

                  জীবনের মূল্যটা বুঝি 

জীবন থেকে যখন যৌবনটা হারিয়েছি 

         আপনদের রূপে মরে গেছি জিন্দে। 

এসেছিলাম পৃথিবীতে 

         পৃথিবীর মন জয় করতে॥ 

                  ২৫ আশ্বিন, ১৪২৯—মানামা, আমিরাত 

২৭ 

আমার জীবনটা তবে এমন কেন হলো প্রভু? 

আমি তো তোমার আদেশ অমান্য করিনি কভু। 

         না করেছি কারও অশুভ কামনা 

         না করছি কারও ক্ষতির সাধনা 

তুমি তো জানো এ অন্তরে কীসের ভাবনা শুধু—

আমার জীবনটা তবে এমন কেন হলো প্রভু?। 

হয়েছে হয়েছে হাঁ, ভুলত্রুটি আর অসংখ্য দোষ 

বলছি না অজান্তে হয়নি কিছু—আমিও মানুষ। 

         আমারও পদেপদে হতে পারে গুনা 

         দুধে ধোয়া—আমারেও ভালো বলি না

জানা মতে মনে পড়ে না দিয়েছি কারে দুক্ষু—

আমার জীবনটা তবে এমন কেন হলো প্রভু?। 

                  ২ কার্তিক, ১৪২৯—মানামা, আমিরাত 

২৮ 

দাঁড়িয়ে আছ আমার জানালার গ্রিল ধরে 

এভাবে তুমি স্বপ্নে আজও দেখা দাও আমারে। 

         সোনা, এমন করে মায়া লাগালে

যে-মায়া আমারে অঝরে কাঁদালে 

আমি এত করে চাহি পারি না ভুলিবারে—

দাঁড়িয়ে আছ আমার জানালার গ্রিল ধরে॥ 

এ যেন মনে হয় তুমি এই তো আছ সামনে 

এ যেন মনে হয় তুমি দূরে যাওনি কোনো দিনে। 

         অই চোখ—অই মুখ—অই হাসি

এখনো যেন অবিকল দেখে যাচ্ছি 

কী যেন বলি বলি কাঁদি আমি ঘুমের ঘোরে—

এভাবে তুমি স্বপ্নে আজও দেখা দাও আমারে॥ 

                  ৪ কার্তিক, ১৪২৯—মানামা, আমিরাত 

২৯ 

মন আমার কেঁদেছে 

         এখনো কাঁদছে

তোমার স্মরণে 

                  তুমি ভুলে গেছ 

সব ভুলে গেছ 

         পারলে কেমনে!

সুখ আসে আর 

                  সুখ চলে যায় 

দুঃখটা হামেশা 

         সাথে থেকে যায় 

ধ্রুব সত্য এটা 

                  সুখে ভুলা যায় 

         সবকিছু এমনে॥ 

কেন জানি দরদটা 

         লুকালেও ব্যথা 

কোথা যেন লাগে 

                  বোঝালেও বুঝে না 

মানালেও মানে না 

         কী করি মনটাকে! 

মনের মালিক আমি 

                  মনের চালক নই 

সে যেভাবে চলে 

         চলতে বাধ্য হই 

তবু দোষ আমার 

                  দোষী আমি হই 

বুঝি নে মানে॥ 

                  ১৪ কার্তিক, ১৪২৯—মানামা, আমিরাত 

৩০ 

তুমি ভুল বুঝে চলে গেলে 

         একটিবার পিছে ফিরে দেখলে না 

আমি তোমার ফিরার অপেক্ষায় 

         এখানেই গড়েছি কবরের ঠিকানা। 

                  করি সুখের কামনাটি 

মিলুক ভালোবাসার মানুষটি,

         তবে মনে রেখো কথাটি 

আমার মতো ভালো কেউ বাসবে না॥ 

খুঁজে পেলেও পেতে পারো 

         আমি বলছি না মানুষ নেই পৃথিবীতে 

সবাই তো মানুষের রূপেই আসে 

         এসেও কারও রূপ পালটে পশুতে। 

                  দুনিয়াকে দেখেছি আমি 

যতটু কাছে ছিলে না তুমি, 

         তবু বড় বোকা আমি 

এত ধোঁকা খেয়েও আক্কেল বাড়ল না॥ 

                  ২৬ অগ্রহায়ণ, ১৪২৯—মানামা, আমিরাত 

Comments

    Please login to post comment. Login