পোস্টস

কবিতা

একগুচ্ছ কবিতা

৮ জুলাই ২০২৪

আযাহা সুলতান

মূল লেখক আযাহা সুলতান

একশ বছরের সীমানা 

 

আর বড়জোর বাঁচতে পারি একপল 

হয়তো এক দিন কিবা একশ বছর? 

তারপর নিশ্চিহ্ন এ দরবার এ হাটবাজার  

কোথায় ঠিকানা হিসাবের খাতায় বারবার শূন্য 

জীবনমাঠে নেমে আসছে আঁধার 

রাজনীতির মাঠে চলছে এখনো নৃত্য 

মৃত্যুর ডাক শোনা যাচ্ছে না কোলাহলে 

আনন্দে মাতোয়ারা আজও দেশ 

ভাবছে না কেউ কালকের কথা 

এমাত্র খবর পেলাম বাতাসে—সময় সন্নিকটে—

একশ বছরের সীমানা বড়বেশি আয়ু না 

চোখের পলকে হবে শেষ 

এ নদীপাড়ের ঠিকানা ও মর্ত্যবাসের জিন্দেগি 
কোনো আফসোসে ফিরে না হারানো গতি 

১০/৩/২০১৬—মানামা, আমিরাত 

 

সম্ভাবনা 

 

মৃত্যুর রূপ হয়তো এভাবে কেউ দেখেনি 

নিজের মৃত্যুর খবর নিজেই পড়ছি 

ভা

         ব

                  ছি 

আজ থেকে কিবা এক-দুই হাজার বছর পরে 

কী হবে দুনিয়ায় কে জানে 

         য়

                  তো 

কত কী সৃষ্টি হবে কল্পনার অতীত 

সৃষ্টি হবে মহাবিশ্বের মহারহস্য হয়তো 

স্বর্গশান্তির লোকালয় হবে আরেক গ্রহ 

সদানন্দের অদ্ভুত অদ্ভুত উদ্ভাবনে 

         ম্ভ

                  ব 

হাতটেনে চন্দ্র ছুঁবে পৃথিবীর মানুষ 

মঙ্গল হবে হয়তো একদিন মধুচন্দ্রিমানগর 

কি

         ং

                  বা 

কোনো সংঘাতে আছি ধ্বংসের পথে 

নিশ্চিহ্ন হতে চলেছি কোনো গ্রহবিপাকে 

১১/৩/২০১৬—মানামা, আমিরাত 

 

ধ্বংসপুরের যাত্রী 

 

আটারো হাজার শ্রমিক মিলে বাঁধছি আজ বাড়িটি 

হাওয়া বদলের ফলে অতলজলে ডুবে যাবে নাকি? 

 

আজকের পদক্ষেপ কালকের জীবনের উপায় 

সাগরের উষ্ণতোত্তাল দিচ্ছে ভূকম্পের খবর—

জলবায়ুর বিরূপ আচরণে বিধ্বস্ত নিখিল পৃথিবী! 

 তারপর কী আফসোস—চিন্তাশীলদের সম্মেলন 

 

কৃষ্ণশোকের অক্ষরে ভরে যাবে শুভ্রতার জমিন! 

হইচই পড়ে যাবে দেশে দেশে—শহর থেকে শহরে—

কে কোথা আছ ভাই হে, ডাক পড়বে আলোচনে! 

বৈঠকের পর বৈঠকে নিষ্ফল কাজের কত কথা হবে 

 

ফিরে যাবে যে যার ঘরে—খেয়েদেয়ে ঘুমাবে নিশ্চিন্তে

ঘুম ভেঙে দেখবে মৃত্যুযানে সওয়ার—ধ্বংসপুরের যাত্রী! 

১৩/৩/২০১৬—মানামা, আমিরাত 

 

ধ্বংসচক্র 

 

ধ্বংসের চরকায় বসে আছি কিবা আমি 

এ আবর্তে রাত আর দিন সবকিছু অস্থির 

আমি আজও বেহুঁশ—গভীর ঘুমে অচেতন 

অন্তর্যামী হলে থাকত আমার আফসোস! 

 

হায় যদি হতে পারতাম অযুত সামর্থ্যবান 

রক্ষায় ছুটতাম এক টুকরো নিশ্চিহ্ন ভূমি 

আজকের দিনটা যেমনই হোক কাটছে 

কালকের দিনটা আসছে হয়তো আরও ভয়ঙ্কর! 

 

আমাকে বাঁচাতে পারে নেই কোনো অধীশ 

যে যার ঘরের আগুন নিভাতে ব্যস্ত-ছুটোছুটি—

হুলুসথুল—কে কারে বাঁচাতে ছুটবে তবে 

ভুলে যাবে—ভুলতে বাধ্য মানবতা সকলে 

২৬/৩/২০১৬—মানামা, আমিরাত 

 

আজকের নীরবতা 

 

আজকের নীরবতা কালকে হতে পারে কান্নার রোল 

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হতে পারে না সমাধান কিছুই 

সমীক্ষণের আগে যদি যমদূতে চেপে ধরে টুঁটি 

পাওয়া যাবে না রক্ষা আট অঙ্গ ছোড়াছুড়ি করে 

 

যাত্রাপূর্বে সাজিয়ে রাখতে হয় দূরপাল্লার গাড়ি 

 

সময় থাকতে গুছিয়ে নিতে হয় সব মালামাল 

হঠাৎ করে কিছুই গোছানো হয় না বন্ধুগণ 

খাবার তৈরিতে লাগে যত সময়—খেতে দেরি এতটু 

কোনো কিছু ধ্বংস হতে লাগে না—লাগবে না সময় 

২৭/৩/২০১৬—মানামা, আমিরাত