আমাকে নির্বাসন দাও
তা হলে দাও স্বর্গের সেই বাসস্থান
সেই মধুময়ীরাত মুগ্ধপ্রভাত নিঝুমদুপুর সন্ধ্যার স্নিগ্ধতা
নির্ভয়ে ফিরছে পথিক বাড়ি—নীড়ে ফিরছে পাখি
এমন ইষ্টকালের প্রার্থী আমি
মায়ের পাশে ঘুমিয়ে আছে যে-শিশুটি
বারবার হাসে মায়ের মৃত্যুতে—
সেই পুষ্পহাসির জীবন চাই-মরণের বাস
কদিনের জিন্দেগি—কেন তবে হিংসার জ্বলাজ্বলি
চল—পৃথিবীতে কায়েম করি শান্তির স্বর্গনগরী
সমস্ত সৃষ্টির মাঝে স্বর্গ, সৃষ্টি প্রার্থনা করে স্বর্গের
অন্ধকারাগার খুঁজবে রশ্মি এটাই ধর্ম প্রকৃতির
দুঃখসমুদ্দর সাঁতারিতে পারলে সুখের জিন্দেগি
নিজের কর্মের মাঝে ভালোমন্দের আবাস
পাপপুণ্যের হিসাব করে চলো মুসাফির
২/৯/২০১৬—মানামা, আমিরাত