Posts

কবিতা

বুদ্ধির বটগাছ

July 14, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

115
View

হাত বাড়ালেই ধরতে পারি আকাশ 

মনে হয়? এবার ধরেই ফেলল নাকি! 

সবকিছু নাগালে থাকলে দখল করা যায় 

এমন ভাবলে ভুল নয়—বড় বোকামি। 

চোখের দেখাও হতে পারে কখনো ভুল 

আয়না পরিষ্কার—ছায়া কি দেখা যায় হুবহু? 

যত ব্যবধান তুমি বজায় রাখতে চাও 

তার থেকে শত দূরত্বে আছি আমি জেনো। 

কেউ যদি হাঁটতে পারে উলটো পায়ে 

কেউ কেন চলতে পারবে না বাঁকাপথে! 

তুমি যদি বুঝো পিঁপড়ার পেটের ব্যথা 

আমি কি বুঝি না মনে কর জোঁকের হাসি? 

বোবাবিদ্যায় তুমি যতই সুদক্ষ ও মাহির

পাখিদের ভাষা আমিও কম বুঝি না 

পেছনে না দেখে যে বলতে পারে পরিষ্কার 

মনে রেখো, সামনে দেখে সে আরও স্বচ্ছ। 

অন্ধের শহরে যার আয়নার কারবার 

অন্ধের কাছে সে আয়না বিক্রি করে না 

নিজেকে তুমি যতই ভাবো বুদ্ধির বটগাছ 

ভুলে যেয়ো না আমি আয়নার ব্যবসায়ী। 

২২/১০/২০১৬—মানামা, আমিরাত 

Comments

    Please login to post comment. Login