Posts

কবিতা

ব্যবধান

July 15, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

সেই একটা সময় ছিল

তোমার বৈঠকখানায় না গেলে

রাতের খাওয়া-ঘুম হারাম

এই একটা সময় এসেছে

জীবনের অনেক বেড়াজালে আটকে

তোমার থেকে বহু দূরে

বিরহব্যথার কত যে দরদ

দূরে গেলে বোঝা যায় আপনহারা বেদনা কী

পদেপদে হয় ব্যথার উপলব্ধি

আহা রে দিন চক্রকার

ঘূর্ণিপাকে ঘোর বিপাকে পড়ে

ভুলতে হয় চেনা পথ

এপারে আমার কণ্ঠ ক্ষীণ

ওপার থেকে তুমি কেন পারো না দিতে 

মিলনের সবল হাতছানি

১৯/১/২০১৭—মানামা, আমিরাত 

Comments

    Please login to post comment. Login