Posts

কবিতা

বকধার্মিক

July 29, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

69
View

একদিন হয়তো এমন দিন আসবে 
সাধারণের পথচলা হবে কঠিন 
পৃথিবী ছেঁয়ে যাবে যত বকধার্মিক—

মুখে কেন রে দাড়ি নেই 
মাথায় কেন নেই রে টুপি 
এবাদতখানা চিনে না যতসব অধর্মী! 

রামনাম জপতে এতই কিরে কষ্ট অলক্ষ্মী 
পূজাপার্বণে দেখা মিলে না বছরে 
কী চিহ্ন আছে তোর আর হিন্দুয়ানি? 

ক্রুশচিহ্নে প্রকৃত খ্রিস্টান তবে 
পাপ করে কেবল গির্জায় আসিস 
কি জানি তোর গুনা ঈশ্বর মাফ করবে কি! 

গৌতমের বাণী ভুলে জিন্দাস্বাদে বৌদ্ধামি 
মঠপ্যগোডায় ঘুরলে কী পুণ্য হবে শুনি 
জেনেশুনে ভুল করলে ক্ষমা তার আছে কি? 
৩০/১/২০১৭—মানামা, আমিরাত
 

Comments

    Please login to post comment. Login