পোস্টস

কবিতা

বকধার্মিক

২৯ জুলাই ২০২৪

আযাহা সুলতান

মূল লেখক আযাহা সুলতান

একদিন হয়তো এমন দিন আসবে 
সাধারণের পথচলা হবে কঠিন 
পৃথিবী ছেঁয়ে যাবে যত বকধার্মিক—

 

মুখে কেন রে দাড়ি নেই 
মাথায় কেন নেই রে টুপি 
এবাদতখানা চিনে না যতসব অধর্মী! 

রামনাম জপতে এতই কিরে কষ্ট অলক্ষ্মী 
পূজাপার্বণে দেখা মিলে না বছরে 
কী চিহ্ন আছে তোর আর হিন্দুয়ানি? 

ক্রুশচিহ্নে প্রকৃত খ্রিস্টান তবে 
পাপ করে কেবল গির্জায় আসিস 
কি জানি তোর গুনা ঈশ্বর মাফ করবে কি! 

গৌতমের বাণী ভুলে জিন্দাস্বাদে বৌদ্ধামি 
মঠপ্যগোডায় ঘুরলে কী পুণ্য হবে শুনি 
জেনেশুনে ভুল করলে ক্ষমা তার আছে কি? 
৩০/১/২০১৭—মানামা, আমিরাত