Posts

কবিতা

পোয়েট অফ দ্য ফল

July 30, 2024

অনিরুদ্ধ রনি

ধরো দারচিনি গন্ধমাখা গল্পের ধোঁয়ায় উইড়া চইলা আসলাম গ্রাম গ্রাম গন্ধমাখা ছোট্ট শহরে তোমার তোমার বলতে যেইটারে তুমি নিজের বইলা দাবী করো ছোট শহরের ছোট ছোট দালানকোঠা কদাচিৎ মাথাচাড়া দিয়া উঠা কয়েকটা দালান বা গগনচুম্বী স্বপ্ন , কোনটারে দেখতেছো আসলে তুমি? এই পড়ন্ত সন্ধ্যার সমীকরণে? মাঠে মারা যাওয়া বাকি সব স্বপ্নরা তোমার তোমারি নিজস্ব গোরস্তান ফুঁড়ে যেনো বা ভোজবাজি ধেয়ে ধেয়ে আসে তারা আমারই দিকে মৃত স্বপ্নেরা সব তোমারই সাপেক্ষ . নাম না জানা নদীতে নামি পা ভেজাই শীতল পানি ; এতো পরিষ্কার! ডুইবা মরার সাধ হয় উইড়া যাওয়া আলগা বাতাসে ঝুইলা থাকা এক টুকরো গ্রে সন্ধ্যা থেইকা নাম কাটায়ে দিও কবিতার আমাদের এখন গদ্যে লেখা জীবন তবু ছায়া ছায়া গ্রে’তে আটকায়ে থাকা বিষণ্ণতার উইন্ডো দিয়া ডাকতে আসে কে? বিষাদ? নাকি কবিতা? জীবন যখন গোরস্তান কবিতার প্রেতেরা আত্মার অস্থি দিয়া ডাঙগুলি খেলিবে খেলিতেছে জানো তো মইরা যাওয়ার আগেই মইরা যায় যারা পৃথিবী তাদের কবি বলে মনে রাখে।

Comments

    Please login to post comment. Login