কত দিন বাঁচা যায় হাওয়া খেয়ে?
ভয়ঙ্কর ভয়ে আছি
মরার আগে ভয়ে মরছি
ভয়কে জয় করা চাই?
হারামও না—পারব না—পারবে না
বিষে আর ভেজালে ভরে গেছে দুনিয়া
জীবন বাঁচানো গেল না
গেলে-না—ভয়কে জয় করা সম্ভব হলেও হতো
গাছের ডালে ডালে বিষের প্রয়োগ
সুষম খাদ্য আর হাওয়াতেও নেই
মৃত্যু চরম সত্য—মৃত্যুকে ফাঁকি দেওয়া দুঃসাধ্য
তবু—কিছু তো জিন্দেগি কাটানোর অধিকার ছিল—
পারলাম না—পারবে না
মানুষ ও মনুষ্যত্বের কথা ভুলে গেছে মানুষে!
মরার আগে মরতে হবে
গোলা-বারুদ-ট্যাঙ্কে তোমাকে মারবে না—মারতে হবে না
মারতে হবে না হিরুশিমার মতো এটমে
মরবে—মরতে হবে নিঃশ্বাস আর বিশ্বাসের বিষে
যেভাবে ঈসার নিঃশ্বাসে মরবে দাজ্জালিকওম
সেভাবে মরতে হবে বিষের নিঃশ্বাসে
প্রলয়াতঙ্কে আছে ঘাসলতা
কেয়ামত সন্নিকটে?
দিনে দিনে বেড়েই চলছে দুনিয়ার ক্ষয়—জীব ও জীবনের ক্ষয়
গ্রাস করছে ডাকুয়া জলবায়ু ডাকাতে
এখানেই জয়ের পরাজয়—হাঁ, এখানেই ভয়ঙ্কর ভয়
একে তো বিষেভরা আবহাওয়া
হাওয়া আর হাওয়ার গায়ে লেগেছে বিষ
বিষের গাছ রোপন করেছে বাগানি
ধোঁকায় পরাজয় হয়েছে—হচ্ছে সাহসীর
চক্রান্তকারীর চক্রান্তে মরেছে কত বীর—ঘটেছে কত যুদ্ধের পরাজয়
হয়েছে ইতিহাস—কারবালা পলাশি শেষ নয়—না
দশচক্রে ভগবান ভূত
ইঁদুরে চেনে না ভগবত গীতা
চক্রান্তকারীর হামেশা হয়েছে—হবে বিজয়?
দেহে যার থাকে না সততা মোটেও
সে সব সময় থাকে—থাকবে চক্রান্তে
অবশেষে অশান্তির আগুনে পুড়ে—পুড়বে পরিণতির অনলে
নরককুণ্ডও দেয়—দেবে ধিক্কার নারকীকে
মৃত্যুর ভয় নেই কে বলে?
এ ভয়ের মধ্যে চলছে এই চক্র—
পথ চলতে ভয়—জীবন চালাতে ভয়
দূরে সরে যাচ্ছে হাতের নাগালের চাঁদ
চারি দিকে নেমে আসছে বেদনার আঁধার
হুহু করে বেড়ে যাচ্ছে ফেলনারও দাম
আগামীর দিকে তাকালে দেখা যাচ্ছে বিপর্যয়ের নাচ
দুনিয়ার সবকিছু হাতের মুঠোই
তবু দূরে প্রসন্নতার জিন্দেগি
তবু আছে জীবন যাওয়ার ভয়
হলুদবনে গোখরা সাপটা কাঁপছে থরথর
হেলেঞ্চার বুকে গঙ্গাফড়িংটাও ভয়ে লাফার
ওই পথিক চমকে ওঠে—ওঠছে ভরদুপুরে
পাখিরা ওড়তে পারে তবু ভয়ে আছে
মাঠেঘাটে খেতখামারে ও ফলে-ফসলে
দুনিয়ার সবখানে—সব জিনিসে মিশে গেছে বিষ
মৃত্যুর ভয়ে চলছে মহাচক্র
ভয়ের মধ্যে কে নেই বল?
বন্যপ্রাণীরা একে অপরকে ভয় করছে
মানুষ মানুষকে ভয় করছে বহু কারণে
পিতা পুত্রকে ভয় করছে সামর্থ্য হারালে
মা মেয়েকে ভয় করছে তার আশ্রয়ে গেলে
অসীম সাহসী বীরযোদ্ধার ভয় একলা গুহায়
আমাদের আয়ুহীন জীবনের আরও বেশি আয়ু ক্ষীণ
মরার আগে মরছি অন্যরকম এক মৃত্যুর ভয়ে
আমরা আর বেশি দিন বাঁচব না?
আবহাওয়ার ধ্বস্তে বিধ্বস্ত দুনিয়া
তারপর আবার বিষেভরা কারখানা
কর্মচারীর মনে কি মৃত্যুর ভয় নেই? আছে
তবু বাঁচতে হচ্ছে—একটু একটু মরছে মরার আগে
বিষে ছেঁয়ে গেছে বাজার—দেদারসে চলছে বেচাকেনা
আমার মরার ভয় কাটছে না
কেমন করে বাঁচি?
মালিক লাভবান হতে বন্ধ করতে পারছে না কারখানা
কর্মচারী সংসারের তাগিদে বন্ধ করতে পারছে না খাদ্যে বিষঢালা
আমি জীবন বাঁচাতে বন্ধ করতে পারছি না বিষ খাওয়া
মরার ভয়ের ভয়ে প্রতিনিয়ত একটু একটু চলছি মৃত্যুর দিকে
৩/৩/২০১৭—ডি সি রোড, চট্টগ্রাম