Posts

বাংলা সাহিত্য

বেদনার নীলকন্ঠ-বিষ

August 2, 2024

মোঃ জসিম উদ্দীন গাজী

59
View

"বেদনার নীলকন্ঠ-বিষ"
.......................................................

দুধের শিশু ঘুমিয়ে যায় অভুক্ত-ক্ষুদা কষ্টে--
থেকে-ক্রন্দন ক্রন্দনে, স্তন্য রিক্ত দুগ্ধ-কোটা 
গুলো, অনাহারে শুকায় কচি মুখ, অক্ষি 
চাওনিতে তার-এই বুক ভেঙে যায়-প্রসূতি-
জন্মদাতার-অসহায় যুগল চোখ-

সোনার বাংলা-আমার "আয়" কোথায়?
আমার শ্রম-মেধার মায়নে কোথায়?
বসতে শেখা সবে কেবল আমার শিশুর
খাদ্য কোথায়?নাপা সিরাপ কেনবার
পয়সা কোথায়?নবজন্ম শিশুর অধিকার 
কোথায়- দুগ্ধ-চিকিৎসা-তরল ঔষধ!? 
নাকি  দেবো তার মুখে  বিষ-বালিশ চাপা
নাকি জিন্দা মাঠি চাপা!?

ক্লেশবোধ-অভিমানে-আমি উম্মাদে- অস্থির 
আমার স্বদেশ-আমায় তুমি কোথায় রেখেছ?
আমায়-সাথে আমার সবেজন্মানো শিশু-
              নির্বাসনে দাও,
-চার দেয়ালের বন্দী কারাবাস দাও-
কারাগৃহ অধিবাসীরা     বেশ থাকে
-ফ্রীতে-খাবার-চিকিৎসা-সময় মত ঘুম
বিনোদন-খেলাধুলো-নিশ্চিন্তিত জীবন

আমার মাতৃমাথা, আমার কচি নবজাতকের 
দুগ্ধ দাও- কাঁন্না বন্ধ কর- সুস্বাস্থ্য ফিরিয়ে দাও
-তার বেড়ে উঠার উচ্ছল হাসি এনে দাও- 
তার প্রাণের সজীবতা-নিঃশ্বপাপ হাসি-চাওনি,
না হয় তুমি আমাদের আস্তপ্রাণে কবর দাও

Comments

    Please login to post comment. Login