পোস্টস

কবিতা

বিমানবালা

৩ আগস্ট ২০২৪

আযাহা সুলতান

মূল লেখক আযাহা সুলতান

ওমুখের হাসি ওচোখের চাহনি প্রাণ নেয় 
বিনা খঞ্জরের আঘাতে রক্ত ঝরায় হাসিতে 
চাহাতে হাতাড়ায় উড়ন্তপথিক মহাশূন্যে 
স্বর্গসুন্দরী মদিরা পান করায় পান্থশালায়
মনোরমার মনোহর দৃষ্টিতে হারায় পান্থ পথ 
ফিরা হয় না ঘরে আর ফিরা হয় না গন্তব্যে!

ভাবনার দেয়ালে টাঙানো হয় কামনার ছবি 
মনোহারিণীর বারবার দেখা মিলে স্বপ্নে 
স্বপ্নবন্ধনের জাল বুনে পথিক অধরা ধরাধামে 
কে বোঝাবে অবুঝে—দিনের স্বপ্ন সত্য নয় 
ক্ষণের দেখা অপূর্ব—ভালো লাগতেই পারে
সৃষ্টির মাঝে লুকিয়ে রেখেছে কে এত মুগ্ধতা? 
২৫/১/২০১৭—মানামা, আমিরাত