Posts

কবিতা

বিমানবালা

August 3, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

225
View

ওমুখের হাসি ওচোখের চাহনি প্রাণ নেয় 
বিনা খঞ্জরের আঘাতে রক্ত ঝরায় হাসিতে 
চাহাতে হাতাড়ায় উড়ন্তপথিক মহাশূন্যে 
স্বর্গসুন্দরী মদিরা পান করায় পান্থশালায়
মনোরমার মনোহর দৃষ্টিতে হারায় পান্থ পথ 
ফিরা হয় না ঘরে আর ফিরা হয় না গন্তব্যে!

ভাবনার দেয়ালে টাঙানো হয় কামনার ছবি 
মনোহারিণীর বারবার দেখা মিলে স্বপ্নে 
স্বপ্নবন্ধনের জাল বুনে পথিক অধরা ধরাধামে 
কে বোঝাবে অবুঝে—দিনের স্বপ্ন সত্য নয় 
ক্ষণের দেখা অপূর্ব—ভালো লাগতেই পারে
সৃষ্টির মাঝে লুকিয়ে রেখেছে কে এত মুগ্ধতা? 
২৫/১/২০১৭—মানামা, আমিরাত 
 

Comments

    Please login to post comment. Login