Posts

কবিতা

এটাই আমি

August 3, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

যে চলে যায় ফিরে আসে না 
আমি আজও আছি বলে অবহেলা 
জানতাম যদি এখানে তোমার স্বর্গ বেদরকার  
নরকের সাধ্য কি আমাকে স্পর্শ করে

না না—তোমাকে দোষারোপ করছি না 
হতে পারে তোমার পথ সঠিক 
আমার নিয়তি বেঠিক 
তাইত আমার এতটা দুখ

অর্থকড়ি-সম্পদ সবার কপালে হয় না 
অর্থের পিছে তাই কখনো ছুটিনি 
মন দিয়ে সব জয় করা সম্ভব 
তাই মনের পেছনে ছিলাম এত বেশি

ধন যদি কারও জন্যে বড় হয়—হতেই পারে 
শুনেছি তবে মনের কাছে কেউ ধনী নয় 
তাতে যদি আমি অমানুষ—তাই ভালো 
ভুল কিবা শুদ্ধ—এটাই আমি 
১৩/৪/২০১৮—ডি সি রোড, চট্টগ্রাম 
 

Comments

    Please login to post comment. Login