পোস্টস

কবিতা

এটাই আমি

৩ আগস্ট ২০২৪

আযাহা সুলতান

মূল লেখক আযাহা সুলতান

যে চলে যায় ফিরে আসে না 
আমি আজও আছি বলে অবহেলা 
জানতাম যদি এখানে তোমার স্বর্গ বেদরকার  
নরকের সাধ্য কি আমাকে স্পর্শ করে

না না—তোমাকে দোষারোপ করছি না 
হতে পারে তোমার পথ সঠিক 
আমার নিয়তি বেঠিক 
তাইত আমার এতটা দুখ

অর্থকড়ি-সম্পদ সবার কপালে হয় না 
অর্থের পিছে তাই কখনো ছুটিনি 
মন দিয়ে সব জয় করা সম্ভব 
তাই মনের পেছনে ছিলাম এত বেশি

ধন যদি কারও জন্যে বড় হয়—হতেই পারে 
শুনেছি তবে মনের কাছে কেউ ধনী নয় 
তাতে যদি আমি অমানুষ—তাই ভালো 
ভুল কিবা শুদ্ধ—এটাই আমি 
১৩/৪/২০১৮—ডি সি রোড, চট্টগ্রাম