পোস্টস

বাংলা সাহিত্য

গণতন্ত্র ফিরে পেলো গণমানুষ (প্রিমিয়াম)

৬ আগস্ট ২০২৪

মোঃ জসিম উদ্দীন গাজী

বুকে কেমন যন্ত্রণার উত্তাপে মানুষ বিষের বরি খায়
এর থেকে হাজর গুন বুকে উত্তাপ নিয়ে প্রতিক্ষার
প্রহর গুন ছিলো কখন এর প্রস্থান হয়

বিধবার দির্ঘশ্বাসে বাতাস বিষাক্ত হয়ে দ্বিক পালটিয়ে
খুলে দিয়ে যেত অভিশপ্তের নরকের দরজা
ভারি হত বুক,দম আঁটকে এঁটে থাকতো গলে
থেমে যেত ভরা নদীর স্রোত জমা হত কষ্ট সঁপেন
অতপর! -উমুক্ত হলো-প্রস্থান হলে
রিফুজির পদবী কপলে নিয়ে- নিজেকেই রিফুজি করেছ দেখলো দেশ-দেখলো বিশ্ব

এটি একটি প্রিমিয়াম পোস্ট।