Posts

কবিতা

ভাঙনের কোলাহল

August 10, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

108
View

ভাঙছে...

আমার জানালার কাঁচ ভেঙে রোদ্দুরটা হাসছে 

ভাঙনের মহোৎসব চলছে 

তুমি ভাঙছ 

আমি ভাঙছি 

বারবার নদী ভাঙছে—

দেশ-দশ-সংসার ভাঙছে 

কিছুই স্থির নয় কালের গতিতে 

আজকের বন্ধু কালকে শত্রু 

ভাঙনের মধ্যেই আছি সব 

কালচক্রে ঘুরছে পৃথিবী 

চারি দিকে চলছে ভাঙনের কোলাহল 

১৪/৫/২০১৮—মানামা, আমিরাত 

Comments

    Please login to post comment. Login