Posts

বাংলা সাহিত্য

অন্তর্বর্তীকালীন সরকার'

August 10, 2024

মোঃ জসিম উদ্দীন গাজী

76
View

'অন্তর্বর্তীকালীন সরকার'

 

গণঅভ্যুত্থান -অন্তর্বর্তীকালীন-শাসন-
শক্তি জনগণ সঁপেছে তোমাদের
শান্তি এনো তায় শুধু শান্তি কেবল শান্তি 
স্বস্তি এনো হে বিশ্বাস যোগ্যগন স্বস্তি
ন্যায় এনো-এনো কল্যান রেখো যেও-রেখা
রেখো যেও স্বাধীন পথ-পথের চিন্হ দেখা
রেণু-পুষ্প-কলি হতে ফুটতে দিও ফুল-
তা হতে দিও বীজ পালাচক্রে তা হতেই দিও
জন্ম নিতে দিও প্রেম মানবতা সাম্যতা
তোমরা রোখে যেও ঘুম-ঘুম আর ঘুম
করে দিও এই বাংলা সকলের জন্য মায়ের
কোল মায়ের হাসি স্নেহময় মমতা
প্রভাত কিরণ দেখতে রেখে যেও-দিও
চকচকে পরিষ্কার মেঘ বিহীন খোলা আসমান
ইচ্ছে মত চলবার পথ রেখে যেও মান্যগন
রেখে যেও তোমরা - ব্যাথায় কাঁদবার অধিকার 
রেখে যেও নয়াদীগন্ত-সফলে সফলে সকলের
সকলে জন্য হাসি আনন্দের দেবতা হয়ে থেকো
সকজলে জয়ী-পরাজয় আসলে তাও সকলের
এই চেতনাবোধে রেখো-রেখে যেও
বিচার করো তবো ন্যায় করো-ক্ষমা করো
ভয় দূর করো বিশ্বাস ফিরিয়ে এনো
সচ্ছলতা ফিরিয়ে এনো অসহয় ঘৃহে
সজিবে উল্লাসে হিল্লোলে ভরে দিও প্রাণ-দুখীর
দরিদ্র চিত্তে- ধ্যানে-কর্মে গড়ে দিয়ো যেও প্রাসাদ
একটি রুপরেখা অংকন করে যেও-দ্বিক না হারায়
--এই ক্ষত বিক্ষত হওয়া নব বাংলা নাবিক

Comments

    Please login to post comment. Login