Posts

কবিতা

আমার সম্পদ

August 12, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

আমি আছি 

থাকব না হয়তো বহু দিন 

কিবা আছি 

ওই ধূসর সন্ধ্যা ঘনিয়ে আসছে 

ঘন্টা বাজছে ছুটির 

দিনশেষে যেরূপ নীড়ে ফিরে পাখি 

ফিরতে হবে 

চশমাটা ফ্রেমখোলা পড়ে থাকবে টেবিলে 

একটি তামাকের ডিবি আর টবাকো পাইপ 

কিছু ওষুধের পাতা—কলমের ঝুড়ি 

কিছু বইপত্তর—পুরোনো পত্রপত্রিকা 

দিনলিপির ছেঁড়াফাটা অপূর্ণ একটি খাতা 

হয়তো খুঁজে পাবে আমার কক্ষে 

অতটু সম্পদ 

আর কিছুই অর্জন করতে পারিনি আমি 

আফসোস 

কিছুই রেখে যেতে পারছি নে সুখের 

কায়েম করতে পারলাম না ইয়াদগার পৃথিবী 

বানাতে পারিনি সূচ্চ ইমারত 

স্মরণ করার মতো শাহি তক্ত 

স্মরণ করবে পৃথিবী 

অসম্ভবের কপালে জন্মেছি বলে 

হয়তো সম্ভবের বাইরে রয়ে গেল 

আমার সম্পদ 

২০/৫/২০১৮—মানামা, আমিরাত 

Comments

    Please login to post comment. Login