আমি আছি
থাকব না হয়তো বহু দিন
কিবা আছি
ওই ধূসর সন্ধ্যা ঘনিয়ে আসছে
ঘন্টা বাজছে ছুটির
দিনশেষে যেরূপ নীড়ে ফিরে পাখি
ফিরতে হবে
চশমাটা ফ্রেমখোলা পড়ে থাকবে টেবিলে
একটি তামাকের ডিবি আর টবাকো পাইপ
কিছু ওষুধের পাতা—কলমের ঝুড়ি
কিছু বইপত্তর—পুরোনো পত্রপত্রিকা
দিনলিপির ছেঁড়াফাটা অপূর্ণ একটি খাতা
হয়তো খুঁজে পাবে আমার কক্ষে
অতটু সম্পদ
আর কিছুই অর্জন করতে পারিনি আমি
আফসোস
কিছুই রেখে যেতে পারছি নে সুখের
কায়েম করতে পারলাম না ইয়াদগার পৃথিবী
বানাতে পারিনি সূচ্চ ইমারত
স্মরণ করার মতো শাহি তক্ত
স্মরণ করবে পৃথিবী
অসম্ভবের কপালে জন্মেছি বলে
হয়তো সম্ভবের বাইরে রয়ে গেল
আমার সম্পদ
২০/৫/২০১৮—মানামা, আমিরাত