পোস্টস

কবিতা

আমার ঠিকানা পাশে

১৩ আগস্ট ২০২৪

আযাহা সুলতান

মূল লেখক আযাহা সুলতান

আমি এখন পিপীলিকার মাঝে থাকি উল্লাসে 

পথহারা পাখিদের সাথে কাঁদি নীরবে 

আমার ঠিকানা খুঁজে পাবে না কোনো সীমান্তে 

দাউদাউ চিতায় জ্বলে যে বিরহ 

সেখানে খুঁজে দেখলে দেখবে ধূসর ছাই 

আমার ঠিকানা আর ওখানেও নেই 

নেই কোনো লালপ্রাসাদের কারাগারে 

আমি আর মানুষের রূপে নেই পৃথিবীতে 

 

প্রিয়ন্তি যেদিন চলে গেছে আমার ঠিকানা ভুলে 

চোরকাঁটা আমি হয়ে গেছি তার চলার পথে 

গন্তব্যের ঘাঁটি হয়েছে শুভ্রতার আঁচলে 

আমার ঠিকানা প্রলাপ এখানে 

‘ওহ্‌’ শব্দ পেয়ে আমি আজ কান্নাসাগর

দেখেছ প্রিয়ন্তির কবর? আমার ঠিকানা পাশে 

২১/৫/২০১৮—মানামা, আমিরাত