পোস্টস

কবিতা

হাঁসের জীবন

১৪ আগস্ট ২০২৪

আযাহা সুলতান

মূল লেখক আযাহা সুলতান

সারা দিন পানিতে ভাসতে স্বাদ নেই 

তুমি পেলেও পেতে পারো

‘টুপটাপ’ ‘টুপটাপ’ শব্দ কানের কাছে আর কত

এবার অন্যজীবন কামনা কর

সারা দিন রৌদ্রদগ্ধ—বৃষ্টিস্নাত শেওলার গন্ধ

তোমার কী মনে হয়, এটাই উন্নত জীবন?

আমি তো কোনো স্বাচ্ছন্দ্য খুঁজে পাই না!

বাঁশের চূড়ায় আছে কত সুখ 

কী স্বাধীন ওই বলাকারা!

ডুমুরের তলে ডাহুকের আড্ডায় কেমন শিহরণ

কী আছে বল তো শুনি হাঁসের জীবনে?

কত সুখ চিলের রাজ্যে—আকাশে ওড়ার

পৃথ্বীরাজের ঘোড়াগুলো দেখেছ?

কী আনন্দে লাফায় মাটির বুকেতে!

সবচেয়ে মন্দ মনে হয় হাঁসের জীবন? 

২৫/৫/২০১৮—মানামা, আমিরাত