পোস্টস

কবিতা

কবিতার দুর্বোধ্যতা

১৬ আগস্ট ২০২৪

আযাহা সুলতান

মূল লেখক আযাহা সুলতান

বলব না আর কোনো সংজ্ঞাদানের কথা 

গাইব না আর কোনো রক্তক্ষরণের গান 

শুনব না আর কোনো হৃদয়ক্ষতের সংলাপ

লিখব না আর কোনো দুর্বোধ্যতার কবিতা 

 

অপ্রিয়কে বলব—প্রেয়সী, ভালোবাসি সোজাসুজি

তোমার অসাররাজ্যের জমাসিন্দুকে রেখে যাচ্ছি 

আমার সার ভালোবাসার হাজার পৃষ্ঠার পাণ্ডুলিপি 

কবিতার দুর্বোধ্যতা কেটে গেলে চেয়ে নেব আবার 

 

জলের মতো স্বচ্ছ দেহ তোমার—ঘোলাটে করি আমি 

সাঙ্ঘাতিক অস্বচ্ছ—বৃথা সাজগোছ—অনর্থক মাতামাতি

বুঝতে পারি না কেন এ প্রলাপ—সাঙ্ঘাতিক জীবনে 

কোনো সুখ নেই—শান্তি নেই—নেই কোনো আনন্দবাস 

 

নিজেকে সহজে বোঝার ক্ষমতা নেই যার—যেখানে

সেখানে বনের মোষ তাড়াতে যাবে কে—গরজ কার 

আকাশের রাজত্ব ছেড়ে মাটিতে করবে যে অবস্থান 

চাহাতের অমূল্য বাজারে বিক্রি হবে সে চড়া মূল্যে 

৩০/৫/২০১৮—মানামা, আমিরাত