Posts

বাংলা সাহিত্য

গণহত্যা-হত্যা

August 17, 2024

মোঃ জসিম উদ্দীন গাজী

68
View

গণহত্যা-হত্যা

ছাত্র রা কি মানুষ ছিলোনা তবে?
এমন করে গুলি ছুড়তে হবে?
শিশুটি কি মানুষ ছিলো না বলো?
মাথায় বুলেট ডুকিয়ে যে মারলো?
মুদিদোকানী কি মানুষ ছিলোনা হায়
খেলনার মত করে বন্দুকে মারা যায়
পুলিশও কি মানুষ ছিলো না বিবেকহীন
পুলিশ গণ পিটুনিতে মরলো রাতদিন
শত শত নিরীহ শিক্ষার্থী মরলো
আম জনতাও মরে মরে সারলো
এত গণ হত্যা হলো এরা কেউ মানুষ না?
ক্ষমতায় থাকতে টিকে হত্যা!গণহত্যা 
যারা মরবে সরকার বিরোধী-মরুকতো!
রাজাকার এরা সব মরলে কারকি!
এরা কি আর মানুষ- এরা সব জঙ্গি 
বাংলার সব ছাত্র সমাজ- আন্দোলনরতো
এরা সবাই রাজাকার-রাজাকার
তাইতো এদেশের গুলি মার-মার গুলি
এরাতো সব রাজাকার মানুষ তো নয়
তবে সনাতনী রা কিও রাজাকার 
গণঅভ্যুত্থানে প্রথম সারিতে সনাতনী- জঙ্গি?
সাত বছর এর বালক ও কি রাজাকার?
হয়তো রাজাকার- জঙ্গি,- মানুষ কি নয়?
তাই বুঝি এত হত্যা-ঘুম-জুলুম- নির্মমতা?
কারো ক্ষমতা লাগবে-কারো মন্ত্রীত্ব
বাকিদের তো লাগবে টাকা আর টাকা
পদোন্নতি,-উপরে বসার যায়গা 
তাইতো হলো এমন বর্বর গণহত্যা
কুকুর-শেয়াল- পাখিদের জীবনের দাম হয় 
মানুষের জীবন মূল্যহীন পেলনা পুতুল
বিশ্বজিৎ হত্যা হয় জগন্নাথে-
কুমিল্লা তনু হত্যা-সাংবাদিক সাগর-রুনি 
মেজর সিনহা হত্যা হয় পার্বত্য জেলায়
গণহত্যা দেখে জাতি পিলখানায়
দেখেছে গণহত্যা  জাতি শাপলাচত্বর 
হত্যা আর গণহত্যা দেশ জুড়ে

Comments

    Please login to post comment. Login