পোস্টস

কবিতা

অশ্রুহীন কান্না

১৮ আগস্ট ২০২৪

আযাহা সুলতান

মূল লেখক আযাহা সুলতান

আমার চোখের পানি ঝরে না কোনো আঘাতে

মনে করো না এ বুকে নেই কোনো বেদনার চিহ্ন

সাত সমুদ্র তের নদীর জল বুকে নিয়ে কাঁদি আমি

আমার নয়ন দরদে দরদে পেয়েছে সীমাহীন শক্তি 

 

চোখের অশ্রু দেখা যায় দেখা যায় না মনের কাঁদন

আকাশের বুকে যা আছে দেখা যায় স্পষ্ট তবে 

পিঠে কত আঘাতের ক্ষত কে খুঁজে তার মর্মার্থ

বুকের নীলদরদ—বোঝার সাধ্য নেই অশ্রুহীন কান্না 

২/৬/২০১৮—মানামা, আমিরাত