Posts

কবিতা

অশ্রুহীন কান্না

August 18, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

100
View

আমার চোখের পানি ঝরে না কোনো আঘাতে

মনে করো না এ বুকে নেই কোনো বেদনার চিহ্ন

সাত সমুদ্র তের নদীর জল বুকে নিয়ে কাঁদি আমি

আমার নয়ন দরদে দরদে পেয়েছে সীমাহীন শক্তি 

চোখের অশ্রু দেখা যায় দেখা যায় না মনের কাঁদন

আকাশের বুকে যা আছে দেখা যায় স্পষ্ট তবে 

পিঠে কত আঘাতের ক্ষত কে খুঁজে তার মর্মার্থ

বুকের নীলদরদ—বোঝার সাধ্য নেই অশ্রুহীন কান্না 

২/৬/২০১৮—মানামা, আমিরাত 

Comments

    Please login to post comment. Login