Posts

কবিতা

সহজ পঙক্তি কঠিন ভাষা

August 19, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

আমি ভালো হতে চেয়েছি—অনেক চেয়েছি 

প্রকৃতির নির্মমতায় ভালো হতে দিলো না আমায় 

পৃথিবীকে আপন করে নিতে খুব চেয়েছি 

পৃথিবী আমাকে রাস্তা বলে মৃত্যুকূপে দেয় ফেলি 

বিশ্বাস করেছি যারে ঈশ্বরের মতো 

দেবতার রূপে প্রতারিত করে সে 

প্রণয়িনীর কাছে চাইছি এই এতটুকু শান্তি 

বিষের ছোঁয়া অনুভব করেছি ভালোবাসার চুমে 

আমার ভাগ্যটা কেন জানি মন্দের গড়া 

ভালো করেও কোথা ভালো হতে পারি না 

কখনো মনে হয় লেখনী ভেঙে অস্ত্র বানাই 

কখনো মন বলে বেদিশার গন্তব্য নেই 

আপন ভেবে যারেই জড়িয়ে ধরেছি গভীর আলিঙ্গনে 

পিঠে মারতে ছুরি দ্বিধা করেনি সে আপনালির মাধ্যমে

বুকে টেনে নেওয়া যায় আস্থাবান চির শত্রুকে 

পাশে স্থান দিতে নেই বিশ্বাসঘাতক বেইমান বন্ধুকে 

ভাইয়ের বন্ধনের চেয়ে বড় কোনো বন্ধন নেই 

স্বার্থে বোঝা যায় ভাইয়ের বন্ধন কী—কত প্রকার 

ভুলের থেকে শিক্ষা নিলে শিক্ষিত হওয়া যায় জীবনে 

বোকামির মতো ভুল করলে আফসোস থেকে যায় মরে 

১০/৬/২০১৮—মানামা, আমিরাত 

Comments

    Please login to post comment. Login