Posts

কবিতা

অভিবাদন

August 23, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

201
View

যে দায়িত্বটা দিলে বন্ধু আমায় 

সেটার যোগ্যজন হয়তো আমি নই 

কল্পনা করিনি কখনো—

আমার হাতে কলমের কি শোভা পাই? 

কয়লাকে যদিওবা হীরক বানাও তুমি 

আমি তো কয়লাও ছিলাম না মোটেই

আশ্চর্য তোমার কারবার—

তোমাকে নমস্কার 

আমার ছিল না মনোবল—করলে তুমি বলবান 

বাকহীনে বাকশক্তি দিয়ে করলে বাকপটু 

কাকের কণ্ঠে গাওয়ালে কোকিলের গান 

জ্ঞানহীনে দিলে জ্ঞান—অমানীকে মান 

অন্ধকে দিয়ে চক্ষু—দেখালে আলোর পথ 

অন্ধকারে ফুটালে ফুল—অসম্ভব সুঘ্রাণ 

বড় মনের মালিক তুমি— 

তোমাকে সালাম 

৩/৪/২০১৯—ডি সি রোড, চট্টগ্রাম 

Comments

    Please login to post comment. Login