পোস্টস

কবিতা

বিদ্যালয়

২৫ আগস্ট ২০২৪

আযাহা সুলতান

মূল লেখক আযাহা সুলতান

মানুষ বনিবার একমাত্র কারখানা—

হাঁ, মানুষ বনেও অনেকে অমানুষ 

না, তোমার ভূমিকা এখানে গৌণ

সেই তো আমার সন্তানেরই দোষ! 

 

শিশুটি গেল তোমার কোলে 

পান করল দুগ্ধবারি সবই 

দীর্ঘ যাত্রা শেষ করে এলে 

দেখা গেল আচরণ মানুষের বিপরীত! 

 

আবার যায়নি তোমার উঠোনেও অনেক 

দেখেনি তোমার ছবিও স্বপ্নে 

বাতাসের কাছে নিয়ে খবর 

হয়ে গেছে আকাশ—বিশালায়তন। 

 

এও মানুষ ওও মানুষ 

পার্থক্য কেবল মন ও মস্তিষ্কের—

বিদ্যালয়, সকলকে মানুষ বানাতে পারো 

পারো না বানাতে সকলের মন বিদ্যালয়! 

৪/৪/২০১৯—ডি সি রোড, চট্টগ্রাম