Posts

কবিতা

নষ্টপৃথিবী

August 27, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

আমার ঘরের মেঝেতে এসে পড়ছে না আর একটুকরো রোদ 

এই নগর ঢেকে গেছে কুয়াশার মতো ধূসর আঁধার-অন্ধকারে 

জানালাটা খুললে দেখছি না আর ঝলমলে স্নিগ্ধ আলোর সকাল 

সোনালি রোদ পোহাতে পারছে না কার্নিশে কোনো কবুতর 

ঝাঁকে ঝাঁকে পাখি ওড়ছে না—ওড়তে পারছে না আর খালেবিলে 

গলি থেকে ঘেউঘেউ চিৎকার শুনছি না কোনো ঝগড়াটে কুকুরের 

বটের মূলে জমছে না আর জমজমাট কোনো জনমেলার হাট 

গাছের ছায়ায় জিরোতে পারছে না আর কোনো ক্লান্তপথিক 

শিল্পীর কল্পতুলির আঁচড়ে খুঁজে পাচ্ছে না আর অপূর্বতার দৃশ্য 

মাঠে মাঠে নেই আর খেলাধুলার আমোদ-আহ্লাদ—সেই মধুমাধুর্য 

চার দিকে সুনসান নিদারুণ নীরবতা আর নীরবতার আশ্চর্য শূন্যতা 

গুমোট গুমরানো ব্যথার অজস্রতা ঘুঁটে চলছে পৃথিবীর মনে

খোলামেলা প্রদর্শনে...তরুণী...হাস্যোজ্জ্বল...বাঁকা চাহনির চাহাতে 

প্রকাশ্যে আনছে হেলেনের প্রেমের রহস্যটা কী—ট্রয় ধ্বংসের পিছে

ভেঁপুর কানফাটা আওয়াজে আর টুংটাং টুংটাং শব্দে চলছে গাড়ি

বাঁধভাঙা জোয়ারের গমনাগমনে ছুটছে পথিক যার যার গন্তব্যে 

পাহাড়তলিতে জমে ওঠেছে হাটবাজার—ব্যস্ততার শহরে 

মেঘের সাথে কথা বলছে হিমাদ্রির মতো উঁচু উঁচু দালান 

ঝরঝর ঝরঝর ঝরছে না অনবরতে আর ঝরনাছড়ির জল 

কলকল কলকল মধুর ধ্বনিতে বইছে না আর কোনো নদী 

গাছগাছালি ধ্বংসে পাহাড়পর্বত বনছে সুবিধার সমতল 

বকের বিলে গড়ে ওঠছে বহুতলভবন ও ইমারতের রাজধানী 

পাখিদের বনবনানী হয়ে গেছে—হয়ে যাচ্ছে কোলাহল নগরী 

পৃথিবীর যা কিছু সুন্দর চলে যাচ্ছে অনিষ্ট আর নষ্টদের দখলে 

১৪/৪/২০১৯—ডি সি রোড, চট্টগ্রাম 

Comments

    Please login to post comment. Login