Posts

কবিতা

চার অধ্যায়

August 27, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

87
View

১ 

হৃদয়ক্ষরণের রক্ত আমার 

টকটকে লাল—বইছে জলের মতো 

বাঁধভাঙা খাল 

ঠোঁটে ভেজা খামে পাঠালাম ভালোবাসার শব্দ 

প্রেয়সী পেল তাতে মদের গন্ধ! 

২ 

আমার কপাল খারাপ 

প্রিয়াকে উপহার দিলাম মেস্কজাফরান 

প্রিয়া শোঁকালে হয় বিষের ঘ্রাণ! 

মনেতে জিয়েলু সে আগুনের কুণ্ড 

অমৃত চিনে কে আর ক-জনে বল? 

৩ 

পিঠের দরদ সওয়া যায় 

সওয়া যায় না বুকের ব্যথা 

পাথরের চেয়ে ফুলের আঘাত মারাত্মক 

আপন থেকে বেগানা ভালো—বেগানা থেকে বন 

তারপর কবর। 

৪ 

কেউ বুঝুক বা না বুঝুক 

দুঃখ লাগে না বড়বেশি 

কেউ কারে বুঝে না—এটাই নিয়মের পৃথিবী 

হৃদয়জনে না বুঝলে 

এরচেয়ে বড় দুঃখ আর কী? 

৪/৫/২০১৯—ডি সি রোড, চট্টগ্রাম 

Comments

    Please login to post comment. Login