Posts

কবিতা

কয়েকটি লাইন পাঁচটি কথা

August 29, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

১ 

জীবন এক মহাকাব্য—হাজার কবিতা পুরে 

জীবনের গল্প লিখা হলেও তবু বাকি থাকবে 

আমি কোনো কবিটবি নই 

কবিরা কঙ্কালে খুঁজে পায় সুন্দর 

কাকে মিলাতে পারে কোকিলের স্বর 

২ 

মানুষের অনেক ধর্ম—তাইত মানুষ 

ঈশ্বরের ধর্ম কী? আমার হুঁশ 

অস্বীকার করা সহজ 

মেনে নেওয়া কাজ কঠিন 

মানুষের ধর্ম ও ধ্যানধারণা এতটা ক্ষীণ 

৩ 

অণুজীব বাঁচতে পারে না বেশিক্ষণ 

লাফায় বেশি যার ক্ষুদ্র মন 

অল্পপানির মাছ 

গভীরজলে সাঁতারে বেশি 

পিপীলিকার পাখা হয়...ভুলে যাই কথাটি 

৪ 

হাজার অধ্যয়নে যার বাড়ে না জ্ঞান 

সে-ই ধ্বংসক হয়—ভয়ঙ্করী বিদ্যান 

অল্পজ্ঞানে বুঝে যে বেশি 

অল্পবিদ্যা...বলতে নেই 

বিবেকী যে সবচেয়ে বড় শিক্ষিত সে 

৫ 

বুকে এত কান্না কেন রে বুঝি না 

কীজন্যে কাঁদে মন জানি না—

আমিও মানুষ—তুমিও মানুষ 

ফুলের আঘাতে আমি ব্যথা পাই 

কামানের গোলাতে তোমার দরদ নাই 

১৫/৫/২০১৯—ডি সি রোড, চট্টগ্রাম 

Comments

    Please login to post comment. Login