Posts

কবিতা

লজ্জিত আকাশ

September 4, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

95
View

ভাগ্যের নির্মম পরিহাস 

নিজদেহ যখন করে বিদ্রোহ 

মেনে নিতে হয় সব হার 

রাজার রাজা মনে করা ভুল 

মশকের কামড়ে হয় মহামারী 

মনে রাখা ভালো—মৃত্যু অবধারিত 

মাথার ওপরি বসে যে মহারাজ 

করছে রাজত্ব—বিশ্বরাজ্যশাসন 

তাঁর থেকে বড় হতে নেই 

অহংকারী আচরণে বিধি রয় না বিধানে 

বিধাতার অনুকূলে বিধান সচল—যদি বাম 

অতলজলের হাঙ্গরের পেটে কবর 

নিজের মুদ্রাদোষে যে দোষী 

আপদ থেকে রক্ষে কে তারে 

বিরাশি বছরে যার ভরে না মন 

বিরাশি জনমে তার পুরবে না ইচ্ছা 

বড় আশা বড় দুঃখ—বুভুক্ষু সমুদ্র হলে 

শেওলায় হারায় সুন্দরের গতি 

হে পৃথ্বীরাজ, অবশেষে স্থান কোথায়? 

আমি অবাক! মহা শাসক তুমি 

পৃথিবী করতে চেয়েছিলে অধিকার 

সেই পৃথিবীর তিন হাত মাটি আজ 

তোমাকে দিল না এতটুকু ঠাঁই 

হায়! হিমাগারে বন্দি তুমি—

দুর্গন্ধে লজ্জিত আকাশ 

৯/৬/২০২০—ডি সি রোড, চট্টগ্রাম 

Comments

    Please login to post comment. Login