পোস্টস

কবিতা

লজ্জিত আকাশ

৪ সেপ্টেম্বর ২০২৪

আযাহা সুলতান

মূল লেখক আযাহা সুলতান

ভাগ্যের নির্মম পরিহাস 

 

নিজদেহ যখন করে বিদ্রোহ 

মেনে নিতে হয় সব হার 

রাজার রাজা মনে করা ভুল 

মশকের কামড়ে হয় মহামারী 

মনে রাখা ভালো—মৃত্যু অবধারিত 

 

মাথার ওপরি বসে যে মহারাজ 

করছে রাজত্ব—বিশ্বরাজ্যশাসন 

তাঁর থেকে বড় হতে নেই 

অহংকারী আচরণে বিধি রয় না বিধানে 

বিধাতার অনুকূলে বিধান সচল—যদি বাম 

অতলজলের হাঙ্গরের পেটে কবর 

 

নিজের মুদ্রাদোষে যে দোষী 

আপদ থেকে রক্ষে কে তারে 

বিরাশি বছরে যার ভরে না মন 

বিরাশি জনমে তার পুরবে না ইচ্ছা 

বড় আশা বড় দুঃখ—বুভুক্ষু সমুদ্র হলে 

শেওলায় হারায় সুন্দরের গতি 

 

হে পৃথ্বীরাজ, অবশেষে স্থান কোথায়? 

 

আমি অবাক! মহা শাসক তুমি 

পৃথিবী করতে চেয়েছিলে অধিকার 

সেই পৃথিবীর তিন হাত মাটি আজ 

তোমাকে দিল না এতটুকু ঠাঁই 

হায়! হিমাগারে বন্দি তুমি—

দুর্গন্ধে লজ্জিত আকাশ 

৯/৬/২০২০—ডি সি রোড, চট্টগ্রাম