জীবন তোমার মৃত্যু আছে
শান্তির মৃত্যু কার? জীবনের জিজ্ঞাসা
কে বলতে পারে জানি না
আছে? দাও কিছু দানদক্ষিণা
হায়াতে-ই-জিন্দেগি ভালো—মৃত্যুও হতে পারে
ভালো কর্মের ফল ভালো
তাকে বলেছিলাম—শুনেনি
পাহাড়ের পর পাহাড় জমেছে আর কত?
শূন্য গেল—কিছুই নিতে পারেনি
বলেছি—ফাঁকি দিচ্ছ নিজেকে
শরীর তন্দুরস্ত আজ—থাকে না জীবনভর
নীতিকথা কেউ শুনে না
গাড়িবাড়ি শিল্পকারখানা
কামাই হয়েছে অনেক—বাসস্থান সুখের
ভোগ করতে জীবনশেষ
দুনিয়ার সম্পদ অর্জনে
তৃষ্ণাতুর মন অতৃপ্ত রাখলে দৌড়ের বাজারে
জিজ্ঞাসিল সমাধি—উত্তর কী?
২৮/৯/২১—ডি সি রোড, চট্টগ্রাম