দেশে মশা—বিদেশে ছারপোকা
আমার রক্ত খেকো তোমরা
তোমাদের স্বাস্থ্যোন্নতি ভালো
আমার শীর্ণদেহের জন্যে চিন্তা!
ডানহাতে দেখালে জিন্দেগির আশ্রম
বামহাতের আস্তিনে লুকিয়ে রাখলে ছুরি
কী আপনালি দেখিয়ে বুকে নিলে
দ্বিধা করলে না পিঠে মারতে আমার!
যাও তোমাদের মাফ করে দিলাম
তোমরা মানুষ হয়ে এসো আবার
এ হাতের হাতছানি তখনো পাবে
বেগানা নাহয় জন্মালে পুনর্বার!
না না না—এ কামনা করো না আর
আমার আপনজন হতে চেয়ো না
আমিও চাইব না কোনোকালে হতে—
তোমরা কারের—আমি তো বেকার।
৩০/৯/২০২১—ডি সি রোড, চট্টগ্রাম