পোস্টস

কবিতা

ঈশ্বরের উপহার

১৩ সেপ্টেম্বর ২০২৪

আযাহা সুলতান

মূল লেখক আযাহা সুলতান

যারা ফলবান বৃক্ষ হয় তারা ফলের আশা করে না 

এই বৃক্ষের ফল সকলে খায় অনেকে ভোগ করে 

কিন্তু অভুক্ত একমাত্র সে যে বৃক্ষ রোপন করে যায় 

জগতে তাদের পাঠানো হয় এই বলে—শুধু ফল দেবে 

 

তারা দিতে দিতে চলে পিছে ফিরে দেখে না আর 

শেষসীমানায় এসে পৌঁছতে তাদের হয়ে যায় সন্ধ্যা

এখান থেকে বাড়ি আর ফেরা হবে না—সামনে অন্ধকার? 

কিন্তু না, যেই জীবন তাদের দান করা হয়—বিস্তীর্ণ আকাশ 

 

কম জনে পায় এ জীবন—কারে কারে দিতে চায় প্রভু পুরস্কার 

এ জীবনই তো ঈশ্বরের উপহার—তুমি পেয়েছ তবু অভিযোগ? 

এ-হয়নি ও-হয়নি এ-পাইনি ও-পাইনি অনুযোগ আমাদের সবার 

বিধি তাকে সব দিলো আমাকে চোখে পড়ে না তাঁর—নাইনসাফি! 

 

তোমাকে সব দিত—কেন দেয়নি? নিজের মনটা একবার দেখো 

ভালো করে দেখলে দেখতে পাবে এখানে অমাবস্যার আঁধার—

আদম শিশ নুহ দাউদ সোলেমান ইব্রাহিম মুসা ঈসা মহম্মদ 

রাম কৃষ্ণ গৌতম কবির নানক লক্ষ লক্ষ মহামানবের কথা থাক 

 

হোমার গ্যেটে শেক্সপিয়র মিল্টন তলস্তয় সাদি রুমি হাফিজ খৈয়াম 

গালিব ইকবাল তুলসি মধু রবীন্দ্র নজরুল জসিম জীবনানন্দ প্রমুখ 

তাঁদের আত্মার তুলনা নেই ভূতলে—তাঁরাও মানুষ—ভেবে দেখো তবে 

ভাবলে খুঁজে পাবে তুমি—তুমি আমি কেন পাইনি ঈশ্বরের এ উপহার! 

১১/৯/২০২৪—ডি সি রোড, চট্টগ্রাম