চারি দিকে ভেসে যাচ্ছে—মনে হচ্ছে মহাপ্লাবন
পানির এমন হড়হড় স্রোতের ডাক জীবনে শুনিনি
মনে পড়ে কবে একদিন ভাসিয়েছি ভেলা বানে
সেকী আনন্দ মাছধরাধুম ভাসাজলের ছড়াবিলে
থইথই—অথই—ভালোই লাগে তবে বানের পানি
তারচেয়ে ভালো লাগে মাছেদের খেলা উঠোনে
ভালো লাগে না—দুঃখ বেশি—মানুষ মরে এ বানে
গরুছাগল হাঁসমুরগি পশুপাখি মরে সংখ্যাতীত
আজ বৃষ্টি প্রবল? তারচেয়ে বেশি ফারাক্কা ছেড়েছে?
এদেশের বানে জীবনেও ক্ষতি হয়নি এমন কোনো
যারা বুঝে সব—বুঝে না মানুষের দুঃখকষ্টের জীবন
তাদের উন্নতি—একেমন বিধির ন্যায়নীতি বুঝি না
তবে জেনে রেখো ভারতভূমি কিবা অভারত তুমি
তুমি বড় হলে আমি ছোট না—আমিও ঈশ্বরের সৃষ্টি
আমারও ঈশ্বরের রাজ্যে বাঁচার অধিকার সমান
ভুলে যেয়ো না—মৃত্যু চরম সত্য আর কেয়ামত
বৃষ্টির জলে সেদিন ভাসাবে পৃথিবীর মাঠঘাট
প্লাবনে প্লাবনে ডুবে যাবে লোকালয়-পাহাড়পর্বত
সেদিন আর থামবে না আকাশের অশ্রুবারিবর্ষণ
বাতাস আর বইবে না—বিচ্ছিন্ন এপারের ঠিকানা
আবার হবে পৃথিবীতে নুহের সেই মহাপ্লাবন
লাভের কারবারে ভুলে যাচ্ছ কে মহা ক্ষতি?
বুঝো—চিহ্নহীন জীবন একটিমাত্র দিনের ভ্রমণ
হারালে ফিরে আসে না—আসবে না জিন্দেগি
১১/৯/২০২৪—চট্টগ্রাম