Posts

কবিতা

মৃত্যুকূপ

September 16, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

95
View

শহর নাকি মৃত্যুকূপ? 

এ শহরের বাসিন্দা আমি 

আমার মৃত্যু আগামী কাল 

হয়েছে আকাশচুম্বী দালান 

দালানের নিচে মরণফাঁদ 

পথচারী বেনামি—মরলে কি 

নগরপিতার আসন দশতলায় 

নিচের মানুষ পোকামাকড় 

ধনীরা হাঁটে না কেউ ফুটপাতে 

নামি মানুষের মৃত্যু নেই 

গরিব মরুক গে অপঘাতে 

এ মরণের শোক কি আর 

৫/১০/২০২১—ডি সি রোড, চট্টগ্রাম 

Comments

    Please login to post comment. Login