Posts

কবিতা

বোকা

September 19, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

91
View

কী ভয়ঙ্কর আওয়াজ 

শুনছি আমি কালকের শব্দ 

তুমি শুনতে পাওনি? 

তোমার শ্রবণশক্তি এতটা দুর্বল? 

খুব আতঙ্কে আছি আমি 

আমার ক্ষুদ্র এ পরিসর 

আমি এমনে আসিনি বলে 

আমার আতঙ্কের এটাই কারণ! 

ফলাফল কী? চিন্তা করছ কি? 

তোমার এ উচ্চবাচ্য কথাবার্তা 

কোথায় গিয়ে জমা হচ্ছে—

বোকা—বেহদ্দ বোকা তুমি! 

বলতে দ্বিধা করছি নে—

বিজ্ঞানের বিস্ময়কর উন্নতি দেখে 

আছে ক্ষুদ্র সুচের স্রষ্টা যেখানে 

এ কায়েনাতের মালিক নেই?   

দেখো—বুঝো—চিন্তা করো—

এতটু মগজে কী হচ্ছে না মুহূর্তে 

আরেকটু পেলে কী হতো না তবে 

তা হলে? কাকে অস্বীকার করছ এ মগজে? 

তোমার মস্তিষ্ক কীভাবে সচল? 

কীটপোকা হয়ে তো জন্মাতে পারতে 

এই যে সুন্দর অবয়ব পেয়েছ তুমি 

তার পেছনে কি কারও হাত নেই? 

মানুষ ভুল করে—প্রায়ই করে—

শিক্ষিত ভুল করলে শিক্ষা বাড়ে 

জ্ঞানী ভুল করলে ভালো কিছু বনে 

বোকাও বোকামি করে না সব সময়! 

ধর্ম হোক অথবা মতবাদ 

যে-কোনো অবলম্বনে একটা গতি আছে 

গতি নেই একমাত্র নাস্তিক্যবাদের জীবনে 

স্রষ্টা আছে বলে সৃষ্টি সুন্দর—মানুষ আসলেই বোকা! 

৯/১০/২০২১—ডি সি রোড. চট্টগ্রাম

Comments

    Please login to post comment. Login