১
আমাদের বাড়ির পিছে
অপূর্বতার এক মায়াময় প্রকৃতি
খেলা করত আমাদের সাথে
ভুলতে পারি না হিজলগাছটির ছায়া
২
দেয়ালে টাঙানো বাড়িটি
একটি বিলীন হওয়া গ্রামের শোক
আমাদের মোনালিসা সম্পদ
শিল্পীর রংতুলিতে আঁকা মনোহর ছবি
৩
আবহাওয়ার ধ্বস্তে বিধ্বস্ত পৃথিবী
দেখছি মুছে যাচ্ছে—যাবে অনেক মানচিত্র
বিরূপপ্রকৃতি গ্রাস করছে আমার ঠিকানা
মিটে যাবে এ পথের—কত পথের চিহ্ন
৪
আঘাত হয—হবে সব সময় ক্ষতস্থানে
বুকে বইতে থাকবে দরদের অশ্রুস্রোত
দেখার বান্ধব কেউ থাকে না এখানে
ঘুরেফিরে খুঁজে পাবে নিজেকে
৫
ক্রমাগত ভেঙে যাচ্ছে ভিটেমাটি
কূলে বসে পলকহীন দেখছি শুধুই
ডুবে যাচ্ছে খেতফসল খামারবাড়ি
তারপর নিরাকার এক মহাশূন্যতা
২৭/১০/২০২১—ডি সি রোড, চট্টগ্রাম