Posts

কবিতা

বিলীন

September 21, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

১ 

আমাদের বাড়ির পিছে 

অপূর্বতার এক মায়াময় প্রকৃতি 

খেলা করত আমাদের সাথে 

ভুলতে পারি না হিজলগাছটির ছায়া 

২ 

দেয়ালে টাঙানো বাড়িটি 

একটি বিলীন হওয়া গ্রামের শোক 

আমাদের মোনালিসা সম্পদ 

শিল্পীর রংতুলিতে আঁকা মনোহর ছবি 

৩ 

আবহাওয়ার ধ্বস্তে বিধ্বস্ত পৃথিবী 

দেখছি মুছে যাচ্ছে—যাবে অনেক মানচিত্র 

বিরূপপ্রকৃতি গ্রাস করছে আমার ঠিকানা

মিটে যাবে এ পথের—কত পথের চিহ্ন 

৪ 

আঘাত হয—হবে সব সময় ক্ষতস্থানে 

বুকে বইতে থাকবে দরদের অশ্রুস্রোত 

দেখার বান্ধব কেউ থাকে না এখানে

ঘুরেফিরে খুঁজে পাবে নিজেকে 

ক্রমাগত ভেঙে যাচ্ছে ভিটেমাটি 

কূলে বসে পলকহীন দেখছি শুধুই 

ডুবে যাচ্ছে খেতফসল খামারবাড়ি 

তারপর নিরাকার এক মহাশূন্যতা 

২৭/১০/২০২১—ডি সি রোড, চট্টগ্রাম 

Comments

    Please login to post comment. Login