Posts

কবিতা

তিন পঙক্তি নয় স্তর

September 23, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

দুঃসময় যখন আসে 
চারি দিকে নামে অন্ধকার 
নিয়মের এটাই নিয়তি 

ঘর পড়লে ছাগলে দলে 
সেই দলের মানুষ কিছু 
আমিও দেখেছি 

দুর্বল জায়গায় আঘাত করা 
একশ্রেণির মানুষের দুর্বলতা 
আদতে তারা মানুষ হতে পারেনি 

দীক্ষা প্রতিষ্ঠানে মিলে না 
বিদ্যালয়ে শিক্ষিত হওয়া যায়—
জ্ঞান অর্জনের স্থান গ্রন্থাগার 

আশপাশ পরিবেশ প্রকৃতিবান্ধব 
বোঝা যায় দিনে পালটানো রূপ 
রাতে অন্ধকার সবকিছু 

সৃষ্টির প্রেমে মুগ্ধ—স্রষ্টা কে চিনে না 
ধুলো ওড়ে আকাশে—বাতাসের ক্ষমতা? 
অথচ সকল সৃষ্টির মাঝে স্রষ্টা 

দর্শন ছাড়া কেউ দার্শনিক নয় 
প্রত্যেক কাজেরই অভিজ্ঞতা লাগে 
বিনা চর্চায় ফুল ফুটে না 

এটুকু মানুষ—এতটুকুই জীবন 
এতটু করে—এতটুকু পাবার আশায় 
নিজের ক্ষতিতে কেউ হাঁটে না 

দুনিয়ার এত কিছু এমনে হলো! 
জগৎ বনার পিছে কোনো স্বার্থ নেই? 
নিঃস্বার্থ স্রষ্টার দেখা আমি পাইনি 

২/১১/২০২১—ডি সি রোড, চট্টগ্রাম 

Comments

    Please login to post comment. Login