পোস্টস

কবিতা

তিন পঙক্তি নয় স্তর

২৩ সেপ্টেম্বর ২০২৪

আযাহা সুলতান

মূল লেখক আযাহা সুলতান

দুঃসময় যখন আসে 
চারি দিকে নামে অন্ধকার 
নিয়মের এটাই নিয়তি 

ঘর পড়লে ছাগলে দলে 
সেই দলের মানুষ কিছু 
আমিও দেখেছি 

দুর্বল জায়গায় আঘাত করা 
একশ্রেণির মানুষের দুর্বলতা 
আদতে তারা মানুষ হতে পারেনি 

দীক্ষা প্রতিষ্ঠানে মিলে না 
বিদ্যালয়ে শিক্ষিত হওয়া যায়—
জ্ঞান অর্জনের স্থান গ্রন্থাগার 

আশপাশ পরিবেশ প্রকৃতিবান্ধব 
বোঝা যায় দিনে পালটানো রূপ 
রাতে অন্ধকার সবকিছু 

সৃষ্টির প্রেমে মুগ্ধ—স্রষ্টা কে চিনে না 
ধুলো ওড়ে আকাশে—বাতাসের ক্ষমতা? 
অথচ সকল সৃষ্টির মাঝে স্রষ্টা 

দর্শন ছাড়া কেউ দার্শনিক নয় 
প্রত্যেক কাজেরই অভিজ্ঞতা লাগে 
বিনা চর্চায় ফুল ফুটে না 

এটুকু মানুষ—এতটুকুই জীবন 
এতটু করে—এতটুকু পাবার আশায় 
নিজের ক্ষতিতে কেউ হাঁটে না 

দুনিয়ার এত কিছু এমনে হলো! 
জগৎ বনার পিছে কোনো স্বার্থ নেই? 
নিঃস্বার্থ স্রষ্টার দেখা আমি পাইনি 

২/১১/২০২১—ডি সি রোড, চট্টগ্রাম