Posts

কবিতা

আমার আমি নই

September 25, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

107
View

একদিন ফেকাসে হবে এই দিন 

রূপরং-যৌবন হারিয়ে যাবে 

অতল গহ্বরের অসীম অন্ধকারে 

গর্বের কী আছে আমার 

যার দেহ এতটা ক্ষীণ 

দূর থেকে দেখা যায় না কিছু 

নিবিড় নিরালায় বসে ভাবলে মিলে 

পরের ধনে করছি আমি পোদ্দারি 

আমার বলে কী আছে এখানে? 

এই বাড়িটির পাহারাদার আমি 

দেখা মিলেনি কখনো মালিকের 

আমার পাওনা ঠিকই মিলছে যথাসময়ে 

‘আমার’ ‘আমার’ করে মরছি কী 

নিজেও তো আমার আমি নই

বোকাদের জন্যে আফসোস হয় বড়বেশি 

১৬/১১/২০২১—মানামা, আমিরাত 

Comments

    Please login to post comment. Login