১
এ রাস্তার শেষে কোনো গন্তব্য নেই—
ধোঁকা দিতে দিতে ধোঁকাবাজ কে?
দিনের পরে আসে রাতের আঁধার
এবার তুমি চলতে পারো গন্তব্যহীন পথে
২
আমি বেশি সত্যবাদীর দলে নেই
না আছি চরম মিথ্যাবাদীর দলে
মদের বাজারে দুধের দোকান খুলে
সততার অভিনয় করি না শঠতার নাট্যমঞ্চে
৩
দুনিয়াকে আপন মনে করেছিলাম আমি
জানিনি দুনিয়া প্রথম থেকেই আমার বেগানা
পর তো পর—আপন মানুষ যেখানে পাথর
সেখানে গড়তে গেলাম আমি ভালোবাসার শিশমহল
৪
আমার মৃত্যুযাত্রায় শরিক হয়েছ তুমি...
ভেবে দেখ তোমাদের কী ভূমিকা ছিল আমার জীবনে?
তোমাদের দেয়া দান রেখে এসেছি তোমাদের জন্যে
মনের অশ্রু আমারও সমুদ্র হয়েছিল সাহারা মরুভূমিতে
৮/১২/২০২১—মানামা, আমিরাত