পোস্টস

কবিতা

নিমকহারাম

৩০ সেপ্টেম্বর ২০২৪

আযাহা সুলতান

মূল লেখক আযাহা সুলতান

এ প্রার্থনা রেখে গেলাম প্রভুর দরবারে—

তোমরা অমানুষ থেকে মানুষ হতে পারো যেন 

প্রভু যেন কাকে তোমাদের মতো আপনজন না দেয় 

এ প্রার্থনাও রইল ধরণির আনাচেকানাচে আমার 

 

মনের কষ্ট মনে রেখে চলা যায় হাসিমুখে 

অন্যের আনন্দে চোখের জল লুকানো যায় চোখে 

দুঃখের পাহাড় বহন করে কাটানো যায় জিন্দেগি 

কাটানো যায় না আপনের দেওয়া সুচের আঘাতে পল 

 

তোমরা মানুষ হওয়ার পেছনে অবদান হাওয়ার 

আমার জানা ছিল না লালনের পুরস্কার খঞ্জর দান 

স্বার্থপর আপনও শতে শ নিমকহারাম বুঝতাম যদি

আফসোস হতো না আজ তামাম মানুষের বিপরীত 

 

যেই প্রতিদান দিলে তোমরা আমায় 

মরার পরেও হয়তো ভুলা যাবে না কোনো দিন 

তোমরা ভুলে গেলেও সেই প্রতিদানের কথা 

আমি তো ভুলতে পারব না চেহারা নিমকহারামির 

১১/১২/২০২১—মানামা, আমিরাত