Posts

চিন্তা

মুখস্ত বুলির ঠিকুজি : উন্নত বিশ্বের আলোকে (Premium)

May 12, 2024

SHAHRIAR RANA

Original Author শাহরিয়ার রানা

0
sold
উন্নত দেশের পড়াশোনায় মুখস্থের কোন ভূমিকা নাই, এমন একটা ভুল ধারণায় ভুগছে পুরো বাংলাদেশ. অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য যে Gre / Sat পরীক্ষাসমূহে বসতে হয়, সেগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কঠিন এবং বিদঘুটে শব্দের ব্যবহার জানা.অতঃপর এই মুখস্থ উপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্রের নামকরা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া যায় এবং এবং গবেষণায় অবদান রেখে মুখস্থবিদ্যার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ আন্দোলন গড়ে তোলা যায়!

This is a premium post.

Comments

    Please login to post comment. Login