এবার হাল ছাড়ো নিন্দুক, তোমার সমালোচনাও থামাও
তোমার ভৎসনা আমায় আরো মদিরা পানে ঠেলে দেয়
তিরষ্কার, সে নয়তো কোনো রোগের ঔষুধ_
আরোগ্য কেবল লুকিয়ে আছে গরলের মাঝে,
তো এখন ঢালো বন্ধু;
সূর্য রোদের কিরণও যে প্রফুল্লতা স্বীকার করে
এমনকি পাথরের সামনেও যে হেসে উঠে
পরিবেশিত হয় বালকের বেশে এক নারীর হাতে
উৎকট ভিন্নরূপে হৃদয় ছুঁয়ে যায় তারা দুজনেই।