Posts

কবিতা

ওয়াইনের গান

November 11, 2024

মোঃ আল আমিন

Original Author আবু নুয়াস

Translated by মোঃ আল-আমিন

এবার হাল ছাড়ো নিন্দুক, তোমার সমালোচনাও থামাও

তোমার ভৎসনা আমায় আরো মদিরা পানে ঠেলে দেয়

তিরষ্কার, সে নয়তো কোনো রোগের ঔষুধ_

আরোগ্য কেবল লুকিয়ে আছে গরলের মাঝে,

তো এখন ঢালো বন্ধু;

সূর্য রোদের কিরণও যে প্রফুল্লতা স্বীকার করে

এমনকি পাথরের সামনেও যে হেসে উঠে

পরিবেশিত হয় বালকের বেশে এক নারীর হাতে

উৎকট ভিন্নরূপে হৃদয় ছুঁয়ে যায় তারা দুজনেই।

Comments

    Please login to post comment. Login