Posts

কবিতা

আমার যুক্তি

November 17, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

আমার সবকিছু অযৌক্তিক—

যুক্তি দিয়ে জীবন চলে না—তর্কে হারতে রাজি

যতই হেরে যাব ততই মনে করব জিত

ন্যায্যকথা যদি এক জনও বলে—ভালোবাসার প্রস্তাব 

তাজমহলের আশ্চর্য কী? বোঝাও-না আমাকে

মর্মরপাথরে গাঁথা মমতাজের প্রেমের রহস্যটা

ট্রয়ধ্বংসের পশ্চাতের যুক্তিটা শুনব না—

হেলেনের মতো সুন্দরীর কেন এত অভাব! 

আমাকে যদি কেউ মানুষ বলে না আর

বলবে কী তবে—পশুজানোয়ার?

তার থেকে বড় আমি হিংস্রব্যাঘাত—

ন্যায়ের লড়াইয়ে বাঘের থাবা ও সিংহের হুংকার 

বিবেকবান যদি তোমরা এতই হও

বিবেকের কাছে তোমাদের প্রশ্ন কর—

বিবেক তোমাদের কী বলে শোন

শুনতে পেলে তোমরাও মানুষ—মানুষের থেকে ভালো 

বিচারের কাঠগড়ায় যদি আমি একরত্তি দোষী হই

মুক্তির মঞ্চে দাঁড়িয়ে ফাঁসির ফরিয়াদ জানানো আমার কর্তব্য

কার থেকে কারও শত ব্যবধান যার এবং যাদের

তার এবং তাদের থেকে হাজার ব্যবধানে থাকা আমার যুক্তি 

Comments

    Please login to post comment. Login