পোস্টস

কবিতা

মাধুবিলতা

২৪ নভেম্বর ২০২৪

সাজ্জাদ হোসেন

মূল লেখক সাজ্জাদ

কোথায় গিয়ে পাই তাহারে 
কোথায় গেলে হবে দেখা ।
সে তো বোঝে না
     ভালোবাসার মাঝে আছে 
অজানার এক বিশাল  যন্ত্রণা। 
    তুমি শুধু  আসো কল্পনায়
কেন আসো না বাস্তবে। 
    তুমি কি জানো আমি তোমারে
তোমার অজান্তে 
        ভালোবেসেছি।
 একান্তই নিজের করে।🕊️🍃