Posts

বিশ্ব সাহিত্য

বদলে গেছে

November 29, 2024

Swapon Biswas

277
View

বদলে গেছে 
..............স্বপন বিশ্বাস 
এই বাড়িটার সবল কিছু  চেনা মনে হয় 
খুব শৈশবে একবার এসেছিলাম বোধ করি, 
কৌতুহল বড় জাগছে কেন বার বার
এগিয়ে গিয়ে চোরের মতো চারপাশে ঘুরি।
হ্যা এটাই তো আমার সেই প্রিয়তমার বাড়ি
বুকের ভিতর কম্পন উঠে বইছে এখন ঝড়,
ভীরু কাপুরুষের কন্ঠে ও নামে ডাকতে 
শতবর্ষী মৌলানার মুখে এটা আমার বসত ঘর।
বিশ্বাস করতে সন্দেহ তবু আবার এলাম বাইরে 
পুকুরটা তো ঠিকই দেখছি সিড়ি গুলোও আছে 
আম গাছটাও দেখতে পাচ্ছি ঠিক তারই পাশে 
তবে কেন এমন হল কি রহস্য পিছে?
কালা কাকা এগিয়ে এসে থমকে দিলো হঠাৎ 
প্রিয়তমা হারিয়ে গেছে অনেক দিনের কথা 
সেই শোকেতে মদন কাকা ছেড়ে দিছে দেশ
চোখটা আমার জলে ভরা বুকে পাষাণ ব্যাথা।
 

Comments

    Please login to post comment. Login