Posts

কবিতা

ফিরে আসে না জিন্দেগি

December 1, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

165
View

চারি দিকে জলের একি হড়হড় ডাক

বৃষ্টির এমন উত্তাল জীবনে দেখিনি 

ভুলে গেছি কবে ভাসিয়েছি ভেলা বানে

আমার উঠোনে আজ ঢেউয়ের খেলা

থইথই—অথই—ভালোই তবে লাগছে জানি

একদিন ভাসাবে ধরণি—নিয়ে যাবে একান্তে

আমার আঙিনা শূন্য পড়ে থাকবে খালি

শেওলার ডাঁটায় আর বসতে আসবে না ফড়িং

বৃষ্টির কাছে আমরা আজীবন ঋণী 

প্লাবনে প্লাবনে ধুয়ে দেয় পৃথিবীর গ্লানি 

যেদিন আর থামবে না আকাশের কান্না—

বাতাস আর বইবে না—বিচ্ছিন্ন ঠিকানা 

তবে কেন এতসব এপারে কাড়াকাড়ি

লাভের কারবারে ভুলে যায়—যাচ্ছি সব

চিহ্নহীন জীবন একটিমাত্র দিনের ভ্রমণ—

হারালে আর ফিরে আসে না জিন্দেগি 

            ২৩/৮/২০২০—চট্টগ্রাম 

Comments

    Please login to post comment. Login