চারি দিকে জলের একি হড়হড় ডাক
বৃষ্টির এমন উত্তাল জীবনে দেখিনি
ভুলে গেছি কবে ভাসিয়েছি ভেলা বানে
আমার উঠোনে আজ ঢেউয়ের খেলা
থইথই—অথই—ভালোই তবে লাগছে জানি
একদিন ভাসাবে ধরণি—নিয়ে যাবে একান্তে
আমার আঙিনা শূন্য পড়ে থাকবে খালি
শেওলার ডাঁটায় আর বসতে আসবে না ফড়িং
বৃষ্টির কাছে আমরা আজীবন ঋণী
প্লাবনে প্লাবনে ধুয়ে দেয় পৃথিবীর গ্লানি
যেদিন আর থামবে না আকাশের কান্না—
বাতাস আর বইবে না—বিচ্ছিন্ন ঠিকানা
তবে কেন এতসব এপারে কাড়াকাড়ি
লাভের কারবারে ভুলে যায়—যাচ্ছি সব
চিহ্নহীন জীবন একটিমাত্র দিনের ভ্রমণ—
হারালে আর ফিরে আসে না জিন্দেগি
২৩/৮/২০২০—চট্টগ্রাম