আমার সহজাত একধরনের মুগ্ধতা কাজ করে ভাস্কর্য কিংবা পেইন্টিং এর প্রতি। এঞ্জেলো আর বার্নিনির কাজগুলো আমি বারবার সার্চ দিয়ে দেখি নেটে। এঞ্জেলো নিজে অসংখ্য নিখুঁত সৃষ্টির স্রষ্টা হলেও তার নিজের নাকে ডিসফিগারেশন ছিল। শৈশবের আঘাতের চিহ্ন তার সারাজীবনের খুঁত হয়েছিল। আসলে নিখুঁত জন্ম নেয় খুঁতের মধ্য থেকে।
যখন প্রথমবারের মত বার্নিনির ' দ্যা রেপ অব প্রসেরপিনা' ভাস্কর্য দেখলাম আমার মাথায় চন্দ্রভুকের প্লট জন্ম নিল। পাথরের গায়ে রক্তমাংসের মানুষ ঠিক তেমন করে ফুটিয়ে তোলা আমাকে বিমোহিত করেছিল। বিস্রস্তবসনা প্রসেরপিনা বা পার্সিফোনির পাণিপ্রার্থী পাতালরাজ হেডিসের একটা মুহূর্ত পাথরে থেমে গেছে সবসময়ের জন্যে।
যখন প্রথমবারের মত বার্নিনির ' দ্যা রেপ অব প্রসেরপিনা' ভাস্কর্য দেখলাম আমার মাথায় চন্দ্রভুকের প্লট জন্ম নিল। পাথরের গায়ে রক্তমাংসের মানুষ ঠিক তেমন করে ফুটিয়ে তোলা আমাকে বিমোহিত করেছিল। বিস্রস্তবসনা প্রসেরপিনা বা পার্সিফোনির পাণিপ্রার্থী পাতালরাজ হেডিসের একটা মুহূর্ত পাথরে থেমে গেছে সবসময়ের জন্যে।
ছবিটি আপলোড দিলাম না কারণ সেটা শ্লীলতার অভাব দোষে দুষ্ট হতে পারে কারো কারো কাছে কিংবা অধিকাংশের কাছে। তবে শিল্পের আসলে এত শ্রেণিবিভাগ হয় না। শিল্প কেবল শিল্পীর প্রেমের প্রকাশ... আর কিছুতেই তাকে সংজ্ঞায়িত করা অনুচিত...
#চন্দ্রভুক এ জগবন্ধু এবং ইন্দ্রজিৎ জীবিত করে পাথরকে. .. কিন্তু তারপর?
চন্দ্রভুক হাতে পাবার লিংক... ইনবক্স করতে পারেন পেইজে কিংবা রকমারিতে... শুভ পাঠ্যম...
বুকমার্ক এ অর্ডার লিংক -
https://bookmark.com.bd/products/chandrovuk
বুকমার্ক এ অর্ডার লিংক -
https://bookmark.com.bd/products/chandrovuk
ধন্যবাদ :) শুভ পাঠ্যম...
আগ্রহী পাঠক এবং দর্শক নিচের লিংকে যেয়ে #দ্যা_রেপ_অব_প্রসেরপিনা নামক অতুলনীয় সৃষ্টি দেখে আসতে পারেন।