বড়জোর আর বাঁচতে পারি কিছুক্ষণ
হয়তো কিছু দিন কিবা পঞ্চাশ—একশ বছর?
তারপর নিশ্চিহ্ন ও-দরবার—এ-হাটবাজার!
কোথায় ঠিকানা হিসাবের খাতায় বারবার শূন্য
জীবনমাঠে নেমে আসছে আঁধার
রাজনীতির মাঠে চলছে এখনো নৃত্য!
মৃত্যুর ডাক শোনা যাচ্ছে না কোলাহলে
আনন্দে মাতোয়ারা আজও দেশ
ভাবছে না কেউ কালকের কথা
এমাত্র খবর পেলাম বাতাসে—সময় সন্নিকটে—
একশ বছরের সীমানা বড়বেশি আয়ু না
চোখের পলকে হয়—হবে শেষ
এ নদীপাড়ের ঠিকানা—মর্ত্যবাসের জিন্দেগি
ধীরে ধীরে মিলিয়ে যেতে যাচ্ছে—যাবে দিগন্তে—
জলবায়ুর প্রভাবে হারিয়ে যেতে চলেছে তারা—আমরা?
আমাদের হারানো গতি ফিরানো যাবে না?
১০/৩/২০১৬—মানামা, আমিরাত