Posts

বাংলা সাহিত্য

পাঠকের আক্ষেপ

January 5, 2025

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

47
View

আজকাল পড়ি না আর কবিতা

পড়েইবা কী হবে শুনি? 

উপকার তো এ পরিমাণ হবার নয় 

উপমায় আকাশপাতাল—কাক আর বকের ঠ্যাং 

বোঝাচ্ছে কি জানি কী খালবিল ও মরুভূমি বালুচর 

কী যে লিখে আগামাথা—মাথামুণ্ডু 

জানি না নিজেও বুঝে কি না এর কিছু? 

কতক সময় নষ্ট অযথা

‘বাহ’ ‘বাহ’ ‘বাহ’ কী বাহবা—

এটাকেই বলে আজকের কবিতা! 

আজকাল কবিদের এতটাই অধঃপতন

কবিরা কঙ্কালের ছবিতে কৌতূহল! 

কল্পতুলির আঁচড়ে গল্পের দেহ বুনছে যেন বিকলাঙ্গ অবয়বে? 

আকাশপাতাল ভাবনার জলোচ্ছ্বাসে ভেসে যেতে দেখি কবিতার মানচিত্র

আজকের কবিতার দৃশ্যপটে না আছে দেশ ও দশের পটভূমি? 

মুক্তির পথ দেখাচ্ছে মুক্তছন্দের উড়ন্ত ন্যাংটি পরে 

নতুন ও নতুনত্বের প্রেমে মজে 

খোঁড়া প্রেমিকপ্রেমীর ল্যাং টেনে পুরাতন ও পুরাতত্ত্বের তাড়নে 

মুখে ‘দূর ‘দূর’ ফেনাতুলে—

আধুনিক আধুনিক আর আধুনিকত্বের ঘোড়দৌড়ে 

কায়েম করেছে—করছে সর্বনাশের উদ্‌বাস্তুনগরী? 

কোলাহল নগর আজ নীরব-নিস্তব্ধ সুনসান পথে পরিণত করেছে—
করছে জনশূন্য ধু-ধু মাঠ আর উজাড়বাগানে? 
ওসব আজকের পাঠকেরা মনে করে—করছে 

কাঙালের কথা বাসি হলেও ফলে—

কবিতার বিদায়ীঘণ্টা বাজবে—বেজেছে? 

পাঠকের আক্ষেপ—

অদৃশ্য বস্তুর চিহ্ন খোঁজা যেরূপ পণ্ডশ্রম

আজকের কবিতারা অশরীরী মনে হর? 

১/৩/২০২৩—ডি সি রোড, চট্টগ্রাম 

Comments

    Please login to post comment. Login