Posts

বাংলা সাহিত্য

দোসারি ১

January 29, 2025

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

50
View

নিত্য মাইকিং চলছে হারানো বিজ্ঞপ্তির 

আছি বড় কোলাহলে কিছুই না শুনির 

নতুনের আগতকান্নায় উল্লাসিত ভবন 

পুরাবাড়ি ছেড়ে যেতে আবার ক্রন্দন 

নির্ভেজাল জীবন আর নিষ্কলুষ আবাস 

আলোর শহরে দুইয়ের অনন্ত বসবাস

আনন্দ-কোলাহলে শুনছি না বজ্রের আওয়াজ 

বোঝা যায় অশনিসংকেত মাথায় পড়লে বাজ 

শেষের সঙ্গে আমার প্রথম পরিচয়

সব সময় জানান দিচ্ছে পথের ক্ষয়

নিত্যনতুনরূপে উদ্ভাসিত চন্দ্রটি

না মুছুক তবে গায়ের কালিমাটি

জীবনযাত্রায় বহু সুখে আশ্রিতজন 

শোনালেইবা কি উদ্বাস্তুর গল্পকথন

হৃদয়হীনের বাজারে হত হৃদয়ের রাজা

ব্রহ্মাণ্ডকে আপন ভেবে খেয়েছে ধোঁকা 

৯ 

আলোর নগরে কোথা বড় অন্ধকার

সেখানে আছে কিবা সৃজক নিরাকার 

১০

কৌশলে জিতে যাওয়া মানে জিতা নয় 

ভাগ্য প্রসন্ন আজ—থাকে না সব সময় 

Comments

    Please login to post comment. Login