১
নিত্য মাইকিং চলছে হারানো বিজ্ঞপ্তির
আছি বড় কোলাহলে কিছুই না শুনির
২
নতুনের আগতকান্নায় উল্লাসিত ভবন
পুরাবাড়ি ছেড়ে যেতে আবার ক্রন্দন
৩
নির্ভেজাল জীবন আর নিষ্কলুষ আবাস
আলোর শহরে দুইয়ের অনন্ত বসবাস
৪
আনন্দ-কোলাহলে শুনছি না বজ্রের আওয়াজ
বোঝা যায় অশনিসংকেত মাথায় পড়লে বাজ
৫
শেষের সঙ্গে আমার প্রথম পরিচয়
সব সময় জানান দিচ্ছে পথের ক্ষয়
৬
নিত্যনতুনরূপে উদ্ভাসিত চন্দ্রটি
না মুছুক তবে গায়ের কালিমাটি
৭
জীবনযাত্রায় বহু সুখে আশ্রিতজন
শোনালেইবা কি উদ্বাস্তুর গল্পকথন
৮
হৃদয়হীনের বাজারে হত হৃদয়ের রাজা
ব্রহ্মাণ্ডকে আপন ভেবে খেয়েছে ধোঁকা
৯
আলোর নগরে কোথা বড় অন্ধকার
সেখানে আছে কিবা সৃজক নিরাকার
১০
কৌশলে জিতে যাওয়া মানে জিতা নয়
ভাগ্য প্রসন্ন আজ—থাকে না সব সময়